প্রকাশিত: ২২/০৬/২০২২ ৯:৪০ এএম

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার দীর্ঘ ১০ বছরের মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারী রহ. এর জামিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম নিযুক্ত হয়েছেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ। শুরার বৈঠক থেকে পরবর্তীতে আরো তথ্য জানানো হবে। ওবায়দুল্লাহ হামযাহ জন্মস্থান উখিয়ার ডিগলিয়া গ্রামে।

এর আগে জামিয়ার নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ও মুঈনে মুহতামিম হিসেবে মাওলানা আবু তাহের নদভী।
প্রথিতযশা এ আলেমেদ্বীন আল্লামা আব্দুল হালিম বোখারী রহ.কে জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ‘মাকবারায়ে আজিজ’ নামক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) রাত ১০টায় জামিয়ার প্রধান গেইটে লাশ রেখে জামিয়ার মসজিদ মাঠ, বিভিন্ন ভবন ও হেফজখানার মাঠসহ থম থমে মুসল্লীর উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের ইমামতি করেন জামিয়া পটিয়াে প্রধান মুফতি ও মুহাদ্দিস, ফকিহুদ্দীন আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ।

বিভিন্ন মাদরাসার পরিচালক, শিক্ষক, ছাত্রসহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ তৌহিদী জনতা জানাজায় অংশ নেন।

এ সময় আল্লামা বোখারীর সহকর্মী, ছাত্র, ভক্ত ও অনুসারীসহ জানাজায় আসা অনেকে কান্নায় ভেঙে পড়েন। জানাজা উপলক্ষে এলাকাজুড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ চিকিৎসাধীন কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার (২১জুন) সকাল ১০ টায় মৃত ঘোষণা করেন।

এর আগেও তিনি কয়েক দফা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত রবিবার (১৯জুন) হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মুফতি আব্দুল হালীম বোখারী। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...

জামিন বাতিল, মহেশখালীর তোফায়েল হত্যা মামলায় ৭ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর ...

ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ‘জুলাইয়ে থানার বাইক চোরের কাছে অনেক সময় হেরে যাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটি’র ...