প্রকাশিত: ০৮/০৭/২০২০ ২:৪১ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল সহ ৬ জন চিকিৎসক করোনা জয় করে কর্মস্থলে যোগদান করেছেন।তবে টেকনাফ হাসপাতালের করোনা আক্রান্ত ৮ জন চিকিৎসকের মধ্যে আরও ২ জন চিকিৎসাধীন রয়েছেন। আজ দুপুরে এই তথ্য সিবিএনকে নিশ্চিত করেছেন টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।

করোনা জয় করে কর্মস্থলে যোগদান করা চিকিৎসকরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, ডাঃ প্রণয় রুদ্র (এমওডিসি), ডাঃ নাঈমা সিফাত(মেডিকেল অফিসার),ডাঃ সুব্র দেব(মেডিকেল অফিসার), ডাঃ জাকারিয়া মাহমুদ(মেডিকেল অফিসার), ডাঃ আহনাফ চৌধুরী(মেডিকেল অফিসার)।

এছাড়া আরও ২ জন চিকিৎসক চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।একজন হলেন ডাঃ রোমানা রশিদ(মেডিকেল অফিসার) ও অপরজন হলেন ডাঃ সোমানা রশিদ(মেডিকেল অফিসার)।তারা দুজনেই আপন বোন।

ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার দায়িত্বে নিয়োজিত থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ জন করোনা আক্রান্ত চিকিৎসকের মধ্যে ৬ জন চিকিৎসক কর্মস্থলে যোগদান করেছেন।তবে আরও ২ জন চিকিৎসক চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালের অনেকগুলো চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় রোগীদের সেবা প্রদানের জন্য কষ্টকর হয়ে পড়ছিল।তাই রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে করোনা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ৬ জন চিকিৎসককে কর্মস্থলে যোগদান করা হয়েছে।বাকি দুজন সুস্থ হলে তাদেরকেও সঙ্গে সঙ্গে কর্মস্থলে যোগদান করা হবে।

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...