প্রকাশিত: ১৬/০৯/২০২০ ৮:২০ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দের কারণে দীর্ঘদিন যাবত সাংগঠনিক কার্যক্রমের অচলাবস্থার সৃষ্টি হওয়ায় জেলা আওয়ামীলীগের নেতৃত্বে বারবার সমঝোতা বৈঠক করা হয় কিন্তু কোন ভাবেই ভাল ফলাফল আসেনি। সংগঠন বাঁচানোর স্বার্থে এবং অচলাবস্থা নিরসন কল্পে উখিয়া উপজেলার গুরুত্ব বিবেচনায় জেলা আওয়ামী লীগ সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সাময়িকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি সহায়ক কমিটি অর্থাৎ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করতে বাধ্য হয়।

উল্লেখ্য যে, সম্মেলন প্রস্ততি কমিটি উপজেলা নির্বাহী কমিটির কোন বিকল্প বা দ্বান্তিক কোন কমিটি হিসাবে করা হয়নি। উপজেলা কমিটি ভেঙ্গে দেয়া হয়নি বা তাদের কার্যক্রম ও স্থগিত করা হয়নি। এই ব্যাপারে ভুল বুঝাবুঝির কোন অবকাশ নেই। ইতিমধ্যে এই বিষয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের মূল্যবান মতামত আমরা পেয়েছি। উপজেলা আওয়ামী লীগ তাদের সাংগঠনিক কার্যক্রম সুষ্ট ও ঐক্যবদ্ধভাবে চালাতে পারলে সম্মেলন প্রস্তুতি কমিটির কোন প্রয়োজনীয়তা থাকে না মর্মে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বশীল সম্মানিত নেতৃবৃন্দ আমাদেরকে মতামত সহ দিক নির্দেশনা দিয়েছেন। কাজেই সাময়িক ভাবে দেয়া উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি সম্মানের সাথে প্রত্যাহার করে নেয়া হল।

একই সাথে উখিয়া আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল সম্মানিত নেতৃবৃন্দকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবেন বলে সভাপতি/সাধারণ সম্পাদক কে বাংলাদেশ আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ সহ নির্দেশনা প্রদান করা হল। সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এই ব্যাপারে সকল নেতা কর্মীর সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...