প্রকাশিত: ০৭/০৫/২০১৯ ৩:৩৫ এএম , আপডেট: ০৭/০৫/২০১৯ ১০:৩৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
এসএসসি,দাখিল/সমমান পরীক্ষার ফলাফল ৬মে প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে এবার শীর্ষে রয়েছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ২৩৮জন ছাত্র/ছাত্রী, পাশ করেছে ২১৬জন, এ+ পেয়েছে ১৩জন, পাশের হার ৯০%। তার পাশাপাশি ২য় অবস্থানে রয়েছে আবুল কাশেম-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়। ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ২৭৮জন, পাশ করেছে ২৪৮ জন, তৎমধ্যে এ+ পেয়েছে ১৩জন, পাশের হার ৮৯%। তৃতীয় স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ৮৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে, পাশ করেছে ৭১জন। পাশের হার ৮৫%। সোনারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছে ৩১২জন, পাশ করেছে ২৫৭জন, এ+ পেয়েছে ১জন, পাশের হার ৮২%। ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করে ২৫৬জন, পাশ করেছে ১৯৪জন, তৎমধ্যে এ+ পেয়েছে ১জন, পাশের হার ৭৫%। পালং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেন ২৮৪জন, পাশ করেছে ২১৫জন, তৎমধ্যে এ+ পেয়েছে ২জন। মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ৩১৫জন, পাশ করেছে ২০৯জন, এ+ পেয়েছে ২জন, পাশের হার ৬৬%। কুতুপালং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ২১৯জন, পাশ করেছে ১৪৪জন, পাশের হার ৬৫%।
নূরুল ইসলাম চৌ:টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল -৫৭ পাশ করেছে ৫৪জন পাশের হার -৯৫%। জালিয়াপালং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১২৭জন, পাশ করেছে ৮৩জন, পাশের হার ৬৫%। বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ৯৬জন, পাশ করেছে ৫৭জন, পাশের হার ৫৯%। উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮৮জন পরীক্ষায় অংশ গ্রহন করেছিল কিন্তু পাশ করেছে ৫০জন, পাশের হার ৫৬%। থাইংখালী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ৯৮জন, পাশ করেছে ৫৫জন, পাশের হার ৫৬%। পালংখালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১৯০জন, পাশ করেছে ৮৩জন, পাশের হার ৪৩%।
দাখিল পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এবার ফাতেমাতুজ জাহরা(রা) বালিকা দাখিল মাদরসা কোটবাজার
পরীক্ষার্থী ছিল ৪৭ জন, পাশ করেছে ৪৭জন, এ+ পেয়েছে ১জন, পাশের হার- ১০০%। মাদ্রাসা মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে উম্মে সালমা বালিকা মাদরাসা, পরীক্ষার্থী ছিল ১৩জন, পাশ করেছে ১৩জন, পাশের হার- ১০০%। তৃতীয় স্থানে আছে ফারির বিল আলিম মাদরাসা, পরীক্ষার্থী ছিল-১১৩জন, পাশ করেছে ১১১জন, পাশের হার-৯৮.২৩%। এছাড়াও রাাজা পালং ফাজিল মাদরাসা থেকে পরীক্ষার্থী ছিল ৮৬জন, পাশ করেছে ৮৩জন, তৎমধ্যে এ+ পেয়েছে ৬জন, পাশের হার-৯৬%। সোনার পাড়া দাখিল মাদরাসা থেকে পরীক্ষায় অংশগ্রহন করেছিল ৭৫জন,পাশ করেছে ৭২, এ+ পেয়েছে ৩জন, পাশের হার -৯৬%। টাইপালং হামেদিয়া মাদরাসা থেকে অংশ গ্রহন করেছিল ৪৩জন, পাশ করেছে৩৮জন, পাশের হার-৮৮.৩৭%। রুমখাঁ পালং আলিম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ৯৩জন, পাশ করেছে ৮৯, পাশের হার-৯৫%। এ+ পেয়েছে ৪জন। রাজা পালং বায়তুশ শরফ জব্বারিয়া বালিকা মাদরাসা থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ৩৪জন, পাশ করেছে৩২জন, পাশের হার-৯৪%। গয়ালমারা দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ৫২জন, পাশ করেছে ৫০, পাশের হার-৯৬%।

পাঠকের মতামত

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...