প্রকাশিত: ২২/০২/২০১৮ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৮ এএম

নিউজ ডেস্ক

খুলনার ডুমুরিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় ডুমুরিয়া থানা এবং সাতক্ষীরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন- ডুমুরিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রউফ বিশ্বাস, কনস্টেবল নাদিমসহ সাতক্ষীরা উপজেলার কামালনগর গ্রামের বাসিন্দা ট্রাক চালক মনির সরদার ও সহযোগী রাজু ঘোষ।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, দুই পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই করা ছয় লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ১৫ ফেব্রুয়ারি ডুমুরিয়ার চুকনগরে ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকের গতিরোধ করে গরু ব্যবসায়ী গোলাম রসুল ওরফে লিটনের কাছ থেকে ৯ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই হয়। ঘটনার দিনই মামলা করেন লিটন।

সাতক্ষীরা সদর থানার নলকুড়া গ্রামের আব্দুল কাদের সরদারের ছেলে লিটন। সে এবং তার সহযোগীরা ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার হাটে ২২টি গরু বিক্রি করে টাকা নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। উপজেলার চুকনগর খুলনা মহাসড়কের সাতক্ষীরা ফুটসের কাছে পৌঁছালে একটি নীল রঙের মোটরসাইকেলে সাদা পোশাকে দু’জন লোক ট্রাকটি গতিরোধ করে।

ট্রাকে মাদক আছে বলে তারা তল্লাশি চালাতে থাকে। এক পর্যায়ে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্র দেখিয়ে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...