যুবদল নেতার উচ্ছৃঙ্খলতার বিষয়ে পুলিশকে লিখিত জানালেন বিএনপি নেতা
এক যুবদল নেতার অসাংগঠনিক কাজ ও উচ্ছৃঙ্খলতার বিষয়ে থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় ...
নিয়মিত চাকরির বয়স শেষ হওয়ায় শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
বৃহস্পতিবার অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে পুনরায় উপাচার্যের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।
এর আগে গত ৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়, শিক্ষকতা থেকে অবসরে গেলেও উপাচার্য হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. শিরীণ আখতার।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব পান ড. শিরীণ আখতার।
পাঠকের মতামত