উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ৩:১২ পিএম , আপডেট: ১৫/০৩/২০২৪ ৪:৩৪ পিএম

এ উপলক্ষে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা ও উপজেলা নির্বাচন অফিস। ১৩ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এ’ বিধি ১০ অনুযায়ী ঈদগাঁও উপজেলার ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করার ইচ্ছুকদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪ মার্চ হতে ২৮ মার্চ সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (ছুটির দিনসহ) মনোনয়নপত্র গ্রহণ করা যাবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীনের সই করা গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটার্নিং অফিসারের নিকট ২৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাচাইয়ের শেষ দিন ১ এপ্রিল, মনোনয়নপত্র বাচাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ৫ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল।

প্রতীক বরাদ্দ হবে ৯ এপ্রিল। ২৮ এপ্রিল কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হবে। এ উপলক্ষে নানা প্রস্তুতি শুরু করেছে ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সুফিয়ান।

তিনি জানান, পোকখালী, ঈদগাঁও, জালালাবাদ ইউনিয়নে নিজেই রিটার্নিং কর্মকর্তা থাকবে। এছাড়া ইসলামাপুর-ইসলামাবাদ ইউনিয়নের জন্য রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম মহীউদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ঈদগাঁওবাসীর বহুল প্রত্যাশিত ৫ ইউপি নির্বাচন সুন্দর, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে সবাই সহযোগিতা করবে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...