প্রকাশিত: ৩১/০৮/২০১৬ ৯:১৫ পিএম

firoj--votto20160831210904নিউজ ডেস্ক::

আওয়ামী লীগ নেতা ও পশু চিকিৎসক হত্যা মামলায় অভিযুক্ত কক্সবাজারের রামুর ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টোকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। বুধবার কক্সবাজার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিন এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ১৭ জুন ভোরে রামুর ঈদগড় ইউনিয়নের মোহাম্মদ শরীফপাড়া এলাকায় নির্মিতব্য নতুন বাড়িতে ঢুকে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পশু চিকিৎসক মহিউদ্দিনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

পরে নিহত মহিউদ্দিনের স্ত্রী জাহেদা বেগম বাদী হয়ে ঈদগড় ইউপির চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টোকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং জিআর-১৯০/১৬)। মামলা হওয়ার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন চেয়ারম্যান ভুট্টো। কিছুদিন আগে নবনির্বাচিত ঈদগড় ইউপির চেয়ারম্যান হিসেবে শপথ নেয়ার জন্য হাইকোর্ট থেকে ১ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেয়।

৩০ আগস্ট ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৩১ আগস্ট কক্সবাজার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিনের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত সব দিক বিবেচনা করে বাদীপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে জামিন নামঞ্জুর করে চেয়ারম্যান ভুট্টোকে জেলহাজতে পাঠান।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. ফিরোজ আলম (ফিরোজ) এসব তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান ভুট্টোকে মামলায় আসামি করা নিয়ে এলাকায় নানা বিতর্ক থাকলেও মামলার বাদী ও নিহত মহিউদ্দিনের স্ত্রী জাহেদা বেগম আদালতের সিদ্ধান্তে খুশি বলে উল্লেখ করেন। এসময় তিনি তার স্বামী হত্যার ন্যায় বিচার দাবি করেন।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...