উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/১১/২০২৫ ৭:৫১ এএম

হাইকোর্ট মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ড মামলায় আগের রায়ই বহাল রেখেছে। পুলিশের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) হিসেবে এবং সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত থেকে সরকারি পিস্তল দিয়ে চারটি গুলি চালিয়ে হত্যার দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। রায় অনুযায়ী, প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।

হাইকোর্টের ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, প্রদীপ কুমার দাশ পরিকল্পনা অনুযায়ী সিনহার ওপর আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছেন। লিয়াকত আলীও ঘটনাস্থলে উপস্থিত থেকে চারটি গুলি করে হত্যা সম্পন্ন করেছেন। এছাড়া অপর ছয় আসামির বিরুদ্ধে সহায়তা ও ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের জীবনভর কারাদণ্ড বহাল রাখা হয়েছে।

মামলার প্রেক্ষাপটে আদালত উল্লেখ করেছে, ২০২০ সালের জুলাইয়ে সিনহা তার দলবলসহ কক্সবাজার, টেকনাফ ও রামু এলাকায় ভিডিও ও স্থিরচিত্র ধারণ করতে গিয়ে স্থানীয় অপরাধ ও পুলিশের বেআইনি কার্যক্রমের বিষয়টি পরিদর্শন করেছিলেন। প্রদীপ কুমার দাশ এই কার্যক্রমে বাধা দেয়ার জন্য হুমকি প্রদান করেছিলেন। তার নির্দেশনা উপেক্ষা করে সিনহা কার্যক্রম চালিয়ে যাওয়ায় হত্যার ষড়যন্ত্র ঘটে।

মামলার ইতিহাস অনুযায়ী, ৩১ জুলাই ২০২০ রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে সিনহা নিহত হন। ২০২২ সালের ৩১ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং ছয়জনের জীবনভর কারাদণ্ড দেয়। হাইকোর্ট এই রায় বহাল রেখেছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ রোববার ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ হাইকোর্ট রায় প্রকাশ করা হয়েছে।

পাঠকের মতামত

কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে জহির সভাপতি ও রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত

কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির লি.–এর নির্বাচন উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ...

ব্যবসায়ীদের ভোটযুদ্ধে জামায়াতের উত্থান, পেছনে বিএনপি

দক্ষিণ কক্সবাজারের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ...