প্রকাশিত: ২৬/১২/২০১৬ ২:৪৪ পিএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফের কৃর্তিমান পুরুষ, সাদামনের মানুষ, সাবেক সচিব মরহুম হাসান মোহাম্মদ দেলোয়ারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ২৬ডিসেম্বর সোমবার বেলা ১১টায় হ্নীলা ষ্টেশনের উত্তরে বালিকা স্কুল সংলগ্ন খোলা মাঠে উক্ত নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে এসআই মুফিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সীমান্তের কৃতি পুরুষ বীর মুক্তিযোদ্ধা দেলোয়ারকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে তাঁকে পানখালীস্থ পারিবারিক কবরস্থানে বাবা মরহুম মাষ্টার আমির আলীর কবরের পাশে দাফন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এইচ.এম.ইউনুছ বাঙ্গালীর সঞ্চালনায় জানাজা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, সাংসদ আব্দুর রহমান বদি, আশেক উল্লাহ রফিক, সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, অধ্যাপক মোহাম্মদ আলী, সালাহ উদ্দিন মাহমুদ চৌধুরী, ডা: জামাল আহমদ, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শফিক মিয়া, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী, সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট হেলাল উদ্দিন চৌধুরী, পরিবারের পক্ষে মরহুমের ছোট ভাই হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এইচ.কে.আনোয়ার সিআইপি। এদিকে ভোরে মরহুমের লাশ গ্রামের বাড়ী পানখালীতে এসে পৌঁছলে আলোকিত মানুষকে এক নজরে দেখতে হাজার হাজার মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। সচিবের জানাজায় শোকার্ত মানুষের রীতিমত ঢল নামে। খ্যাতিনামা নির্লোভ মরহুম সচিবের জানাজায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিউল আলম, ওসি আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বাঙ্গালী, কবির আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ উপজেলার বিভিন্ন স্তরের লোকজন স্বত:স্ফুর্তভাবে অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন হ্নীলা দারুস সুন্নাহ মাদরাসার শিক্ষক ও খতীব মাওলানা মুখতার আহমদ। প্রসঙ্গত: টেকনাফের কৃর্তিমান পুরুষ সাবেক সচিব হাসান মোহাম্মদ দেলোয়ার(৭৫) ২৩ডিসেম্বর বিকাল ৩টায় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পাঠকের মতামত

টানা ১০ দিন ঝরবে বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১০ দিন চট্টগ্রামসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকার ...

ভোটার তালিকায় রোহিঙ্গা নিয়ে বেকায়দায় নির্বাচন কমিশন

মিয়ানমারে অত্যাচার-নির্যাতন ও উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার ও নোয়াখালীর কয়েকটি ক্যাম্পে ...