প্রকাশিত: ১৯/০৯/২০১৭ ৪:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনের অভিযোগ খতিয়ে দেখতে চাইলেও তা পারছেন না দেশটিতে নিযুক্ত জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রধান মার্জুকি দারুসমান। মঙ্গলবার তিনি এই অভিযোগ করেন। বলেন, এখনও তিনি রাখাইনে প্রবেশের জন্য সু চি সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছেন।

জাতিসংঘ মানবাধিকার কমিশনকে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত রাখাইনের যে সব এলাকায় রোহিঙ্গাদের বসবাস ছিল সেসব জায়গার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত নন। কেননা, সেখানকার বাস্তব পরিস্থিতি জানার বিষয়ে সু চি সরকার কোনো ধরনের সহযোগিতা করছে না।

মার্জুকি জানান, দুর্গত এলাকায় পরবর্তী পদক্ষেপের বিষয়েও জাতিসংঘের পক্ষ থেকে তিনি কোনো ধরনের উদ্যোগ নিতে পারছেন না। কেননা, মিয়ানমার সরকারের তরফ থেকে চূড়ান্ত সংকেত না পাওয়া পর্যন্ত তার প্রতিনিধি দল রাখাইনে প্রবেশে সক্ষম নয়।

তবে সমস্যার সমাধান হবে বলে এখনও আশা নিয়ে রয়েছেন বলে জানান মার্জুকি।

এদিকে মিয়ানমার সরকার জাতিসংঘ পর্যবেক্ষক দলকে সহযোগিতা না করলেও মঙ্গলবার সুচি বলেছেন, পর্যবেক্ষক সংস্থাগুলো রাখাইনে প্রবেশ করতে চাইলে তার সরকারের কোনো আপত্তি নেই।

নি পে তাও’এ দেয়া ভাষণে তিনি বলেন. মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশই এলাকা ত্যাগ করেনি। যদিও বেশ কিছু মুসলিম গ্রামবাসী বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে বলে তার কাছে খবর রয়েছে।

সু চি দাবি করেন, কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখছে তার সরকার।

পাঠকের মতামত

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...