প্রকাশিত: ০১/০৫/২০২০ ১১:৩১ এএম , আপডেট: ০১/০৫/২০২০ ১১:৪৯ এএম
ফাইল ছবি
ফাইল ছবিি

চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে কয়েকশ’ রোহিঙ্গা। এ যাত্রায় প্রাণ হারায় প্রায় ১০০ জন। সমুদ্রের উপর ভাসমান নৌকায় অনাহারের মুখে পতিত হন আরো কয়েকশ’। ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) এক বিবৃতিতে এমনটা বলা হয়েছে। এ খবর দিয়েছে আল এরাবিয়া ও বার্তা সংস্থা এপি।
খবরে বলা হয়, ২০১৭ সালে মিয়ানমারে সামরিক বাহিনীর ভয়াল সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। এখন পর্যন্ত এদেশে আশ্রয় নিয়েছেন ১০ লাখের বেশি রোহিঙ্গা। তবে গত বছরের মার্চে এক ঘোষণায় আর কোনো শরণার্থী নেবে না বলে জানিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে শরণার্থী শিবিরগুলোর অবস্থা অবনতির দিকে গড়াচ্ছে।

অনেকে শিবির ছেড়ে পালাচ্ছেন।
এমএসএফ অনুসারে, চলতি মাসের শুরুর দিকে কয়েকশ’ রোহিঙ্গা বাংলাদেশের শিবির ছেড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে মালয়েশিয়া তাদের গ্রহণ করেনি। যাত্রাপথে চোরাচালানকারীদের হাতে প্রহার ও অনাহারের শিকার হয়ে ফিরে আসতে বাধ্য হয় তারা। এর মধ্যে সমুদ্রে প্রাণ হারিয়েছেন অনেকে। এ সংখ্যা কত তা নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে এমএসএফ জানিয়েছে, আনুমানিক ১০০ জনের মৃত্যু হতে পারে।
মালয়েশিয়াগামী রোহিঙ্গা নৌকাটি ফিরে আসার পর বেঁচে থাকা রোহিঙ্গাদের সেবা দিয়েছে এমএসএফ। সংস্থাটি বলেছে, রোহিঙ্গা সম্প্রদায়ের জরুরি ভিত্তিতে সাহায্য দরকার। তারা বলেছে, ফিরে আসা রোহিঙ্গারা অপুষ্টিতে ভুগছিলেন। এমএসএফ নার্স ও মেডিক্যাল টিম প্রধান হানাদি কাতেরজি বলেন, ফিরে আসা রোহিঙ্গাদের বেশিরভাগের বয়সই ১২ থেকে ২০ বছরের মধ্যে। তাদের অনেকেই নিজে নিজে হাঁটতে পারছিল না। তাদের শরীরে কেবল চামড়া আর হাড় দেখা যাচ্ছিলো। কোনোরকমে বেঁচে ছিল তারা।
কাতেরজি বলেন, অনেক পুরুষের গাঁয়ে গুরুতর জখম ছিল। কিন্তু অপুষ্টির কারণে সেগুলো সেরে উঠছিলো না। তিনি বলেন, অনেকের মধ্যে মানসিক স্বাস্থ্যে অবনতি দেখা গেছে। বেশিরভাগই উদ্বিগ্ন, ভীত, অনিশ্চিত ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ছিলেন।
ফিরে আসা ১৪ বছর বয়সী এক কিশোরী শরণার্থী বলেছে, আমরা সমুদ্রে ভাসছিলাম। প্রতিদিন মানুষ মারা যাচ্ছিলো। ওই কিশোরী জানায়, অনেক মানুষ মারা গেছে। বিশেষ করে পুরুষরা। তারা নিঃশ্বাস নিতে পারছিলো না। সেখানে পর্যাপ্ত অক্সিজেন ছিলো না। সুত্র: মানবজমিন

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...