প্রকাশিত: ১৩/০৭/২০১৬ ৭:০৪ পিএম

নিজস্ব প্রতিনিধি,লামাঃ

বান্দরবানের লামা উপজেলায় চাচার দায়ের কোপে গুরতর আহত ভাতিজা কামরল হাসান (২০) অবশেষে মারা গেছেন। বুধবার (১৩ জুলাই) ভোর ৫টার দিগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

মৃত কামরল হাসান লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি বেগুনঝিরির বাসিন্দা আলী আকবরের ছেলে।

ঘটনার পর ঘাতক চাচা জোহর আলীকে (৪৮) কে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ২টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে চাচা তার ভাতিজাকে কুপিয়ে আহত করে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লামা সদর ইউনিয়নের বেগুনঝিরি এলাকার বাসিন্দা মৃত রওশন আলীর ছেলে জোহর আলী ও কামরল হাসানের পরিবারের মধ্যে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার সকাল থেকে একটি দা হাতে নিয়ে লামা সদর ইউনিয়নের বেগুনঝিরি এলাকার বাসিন্দা জোহর আলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মো. আলীর দোকানে অবস্থান করে।

এলাকার লোকজন দা হাতে বসে থাকার কারন জানতে চাইলে; তিনি হরিণ শিকার করতে যাবেন বলে জানান। পরবর্তীতে ভাতিজা কামরল হাসান দোকান থেকে বিকাল তিনটার দিকে বাড়ীতে ফেরার সময় হঠাৎ চাচা তার হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত দেড়টার দিকে কামরল হাসান মারা যান। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

চাচার দায়ের কোপে ভাতিজার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ঘাতক জোহর আলী আটক রয়েছে। তার বিরদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...