প্রকাশিত: ৩১/০৭/২০১৭ ৮:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৫ পিএম

নিজস্ব প্রতিনিধি,লামা:
লামায় টাকার লোভে মাংক্রাত মুরুং (৫৬) নামের এক বৃদ্ধকে হত্যা করেছে বলে খবর পাওয়াগেছে। সূত্রে জানাগেছে, রবিবার উপজেলার ফাসিঁয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই নির্মম হত্যাকান্ডটি ঘটেছে। ঘটনার পরপরই খবর পেয়ে হত্যাকারী সন্দেহে স্থানীয়রা ত্রিঢেবা খামারপাড়ার অংক্যথোয়াই মার্মার ছেলে মংছাচিং মার্মাকে আটক করে যৌথবাহিনীর নিকট সোপর্দ করেন। সোমবার দুপুরে যৌথবাহিনী সন্দেহভাজন যুবককে লামা থানায় সোপর্দ করে। ধৃত মংছাচিং মার্মা টাকার লোভে ওই মুরুং বৃদ্ধকে হত্যা করে লাশ লুকিয়ে রেখেছে বলে স্বীকারোক্তি দেয়। ধৃতের দেয়া তথ্যানুযায়ী লামা থানা পুলিশ নিহত বৃদ্ধের লাশ উদ্ধারে সোমবার বিকাল ৫টা থেকে অভিযান অব্যাহত রাখেন। নিহতের বাড়ি নাইক্ষংছড়ি উপজেলার দোছড়ি হেডম্যানপাড়া, তার বাবার নাম রেংলক মুরুং। স্থানীয় সূত্রে জানাযায়, মাংক্রাত মুরুং ত্রিঢেবা এলাকায় তার নিজের জমি লাগিয়ত করে টাকা নিয়ে বাড়ি ফিরছিল।
লাশ উদ্ধারে যৌথবাহিনী জোর তৎপরতা অব্যাহত রেখেছে বলে পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান।

পাঠকের মতামত

একরাম হত্যা মামলায় বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ ...

টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় বদিকে গ্রেপ্তার দেখানো হলো

সাত বছর আগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ...

রোহিঙ্গা সংকটে কক্সবাজারবাসীর অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে: নাহিদ

বাংলাদেশ রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে কক্সবাজারের স্থানীয় মানুষের প্রতি অবিচার করছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ...