প্রকাশিত: ২৪/০৯/২০১৭ ১২:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার থেকে বাংলাদেশে আসা নির্যাতিত রোহিঙ্গারা নানা রকম সমস্যা-সংকটের মধ্যে সময় কাটাচ্ছে। তাদের পাশে দাঁড়িয়েছে সরকার ও জনগণ। তাদের সাহায্যে ক্রিকেটঙ্গানের মানুষেরাও এগিয়ে এসেছেন।

এবার রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা অলরাউন্ডার ও ইউনিসেফ ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।

বিশ্বব্যাপি গরীব ও দুস্থ শিশুদের নিয়ে কাজ করা ইউনিসেফের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে এসে সাকিব ঘুরে দেখেছেন। তিনি এখানকার শরণার্থীদের কষ্টের জীবন সম্পর্কে জানিয়েছেন। পাশাপাশি তাদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার জন্য বলেছেন।

সাকিবের ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘আমি রোহিঙ্গা ক্যাম্পে আছি, ইউনিসেফের সাথে আছি। আমি পুরো জায়গাটা একটু ঘুরে দেখেছি এবং আমি দেখেছি তাদের দুর্বিষহ জীবনযাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন। আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরও তাদের আরও সাহায্যের প্রয়োজন, যেহেতু এখানে বাচ্চা এবং নারীর সংখ্যা অনেক বেশি। সো আমি শিওর আপনারা সবাই সাহায্য করবেন। আর সাহায্য করার জন্য ইউনিসেফের ডনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন।’

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে কক্সবাজার-কুয়াকাটা পরিচ্ছন্ন রাখতে পরিবেশ উপদেষ্টার নির্দেশ

আসন্ন পর্যটন মৌসুমে দেশের প্রধান পর্যটন এলাকা কুয়াকাটা ও কক্সবাজারের পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...