প্রকাশিত: ২২/০৯/২০১৯ ৯:০৭ এএম

খোলাবাজারে বিক্রির জন্য নগরীর খাতুনগঞ্জে একটি গুদামে খালাসের সময় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ত্রাণ হিসেবে দেওয়া দুই ট্রাকবোঝাই ডাল জব্দ করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ওই গুদামের ব্যবস্থাপককে আটক করেছে ডিবি।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর খাতুনগঞ্জের কমিশনার গলিতে মেসার্স নিউ খালেক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালায় ডিবি। প্রতিষ্ঠানটির মালিক হাজী আব্দুস সালাম নামে এক ভোগ্যপণ্য ব্যবসায়ী।

অভিযানে অংশ নেওয়া নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) মুহাম্মদ রুহুল আমীন গনমাধ্যমকে বলেন, ‘কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিভিন্ন এনজিও এবং সরকারি সংস্থা ত্রাণ হিসেবে মটর ডাল দেয়। রোহিঙ্গা পরিবারগুলো সেই ডাল ব্রোকারের মাধ্যমে বিক্রি করে দেয়।

ব্রোকারের কাছ থেকে সেই ডাল সংগ্রহ করে খোলাবাজারে বিক্রির উদ্যোগ নিয়েছিল নিউ খালেক ট্রেডার্সের মালিক। দুটি কাভার্ড ভ্যান আকৃতির ট্রাকে আজ (শনিবার) সকালে ডালগুলো খাতুনগঞ্জে আনা হয়। গুদামে খালাসের সময় আমরা গোপন সংবাদের ভিত্তিতে ডালগুলো জব্দ করেছি।’

দুই ট্রাকে প্রায় ৯০০ বস্তা মটর ডাল পাওয়া গেছে জানিয়ে রুহুল আমীন বলেন, ‘কী পরিমাণ ডাল জব্দ করা হয়েছে তার হিসাব আমরা করছি।’

আটক নিউ খালেক ট্রেডার্সের ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ত্রাণ দেওয়া হয় খোলাবাজারে বিক্রির জন্য নয়। কারা এই ত্রাণ তাদের কাছ থেকে সংগ্রহ করে খোলাবাজারে বিক্রি করছে, এর সঙ্গে কারা কারা জড়িত, সেটাও তদন্ত করা হবে।’

পাঠকের মতামত

অল্পের জন্য বেঁচে গেলেন সেন্টমার্টিনগামী ১৯৪ পর্যটক

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, ...

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ...

কক্সবাজার–৪ আসনে এনডিএমের মনোনয়ন নিলেন সাইফুদ্দিন খালেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–০৪ (উখিয়া–টেকনাফ) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর প্রার্থী হিসেবে ‘সিংহ’ প্রতীক ...

তারেক রহমানের প্রত্যাবর্তনে মনোনয়ন বিরোধ ভুলে একসাথে কক্সবাজারের দুই বিএনপি নেতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে নিজেদের মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব ...