প্রকাশিত: ২১/০৬/২০১৮ ৮:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪১ এএম

নিউজ ডেস্ক::
উখিয়ার ময়নার ঘোনা রোহিঙ্গা শিবিরে গতকাল বুধবার একে একে ৮টি গরু জবাই করে মাংশ বিতরণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, গরুর মাংশ দিয়ে উৎসাহিত করা হয়েছে শিবিরটির দুর্ধর্ষ প্রকৃতির জঙ্গি রোহিঙ্গাদের। যারা কিনা মাত্র একদিন আগে আরিফুল্লাহ নামের একজন জনপ্রিয় রোহিঙ্গা নেতাকে অত্যন্ত নৃশংস কায়দায় হত্যা করেছে। অভিযোগ উঠেছে, পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়াইল্লা পাড়ার বাসিন্দা জামায়াত কর্মী আকবর আহমদ এসব গরু জবাই করার ব্যবস্থা করেছেন। এমন ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে-রোহিঙ্গা শিবিরে এসব কি ঘটছে ?
গতরাতে এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন-‘ বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বিস্তারিত জানার জন্য আরো খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
জানা গেছে, জবাই করা গরুর মাংশ বিতরণ করা হয়েছে শিবিরটির জঙ্গি গ্রুপ হিসাবে পরিচিত আল ইয়াকিন বা আরসা নামে পরিচিত উগ্র সংগটনটির নৃশংসতা কাজে জড়িতদের হাতে বলে। উগ্রবাদ বিরোধী বিশেষ করে বাংলাদেশ সরকারের পক্ষে যেসব রোহিঙ্গা নানা কাজে জড়িত এসব রোহিঙ্গারাই আল ইয়াকিন জঙ্গিদের শিকারে পরিণত হচ্ছে। গত ৯ মাসে এরকম ২৩ জন নিরীহ রোহিঙ্গা আল ইয়াকিনের শিকার হয়েছে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। গতরাতে প্রশাসনিক একাধিক সুত্রে রোহিঙ্গা শিবিরের এ ঘটনা নিশ্চিত করা হয়েছে।
রোহিঙ্গা শিবিরে মাত্র একদিন আগে একজন জনপ্রিয় রোহিঙ্গা নেতাকে নৃশংস ভাবে জবাই করে হত্যা করা হয়। এমন নৃশংস ঘটনার পর যেখানে মিলাদ বা ধর্মীয় অনুষ্টান করে একজন মুসলিমের রুহের মাগফিরাত কামনার কথা সেখানে উল্টো উৎসাহ-উদ্দীপনা করার জন্য গরু জবাই করে উল্লাস করায় রোহিঙ্গা শিবিরের অভ্যন্তর নিয়ে উদ্বেগ বাড়ছে।
অভিযোগ উঠেছে, গত সোমবার রাতে বালুখালী-২ নম্বর শিবিরের রোহিঙ্গা মাঝি আরিফুল্লাহ হত্যাকান্ডে জড়িতদের উৎসাহিত করতেই শিবিরটিতে এসব গরু জবাই করা হয়। বিদেশী কোন সংস্থা থেকেই টাকার যোগান দেয়া হয় বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় জামায়াত কর্মী আকবর আহমদ হচ্ছেন একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক।
ঘটনার সংবাদ পেয়ে উখিয়ায় কর্মরত আইন প্রয়োগকারি সংস্থার একজন গোয়েন্দা কর্মী জামায়াত কর্মী আকবরের কাছে মোবাইলে জানার চেষ্টা করেন। আকবর গোয়েন্দা কর্মীকে একটি বিদেশী রাষ্ট্রের টাকায় গরু ক্রয়ের কথা স্বীকার করেন। কিন্তু সেই বিদেশী রাষ্ট্রটি আকবরকে টাকা দিতে যাবে কেন জানতে চাইলে আকবর মোবাইল বন্ধ করে দেন বলে জানান ওই গোয়েন্দা কর্মী।
এ বিষয়ে গতরাতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নিকারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। সুত্র:: দেশবিদেশ

পাঠকের মতামত

উখিয়ায় আমেরিকার সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এনসিপির কেন্দ্রীয় নেতারা

উখিয়ার ইনানী রয়েল টিউলিপে হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন ...

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চকরিয়ায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক ...

দেশে প্রথমবারের মতো কক্সবাজার রেল স্টেশনে বসলো স্ক্যানার

দেশে প্রথমবারের মতো স্ক্যানার বসানো হলো কক্সবাজার রেল স্টেশনে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের স্ক্যানার ...

কক্সবাজারের ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল শিশু আতাউল্লাহ

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আতাউল্লাহ ...

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...