সাজেক যাওয়া হলোনা দুই ভাইয়ের, বাইক দুর্ঘটনায় মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ...
উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় জালাল আহমদ (২২) নামে অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়েছে। এঘটনায় ২টি ‘এলজি’ বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের পশ্চিমের পাহাড়ে এ অভিযান চালায় পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গত দুই দিন আগে টেকনাফ উপজেলার পুরাতন পল্লান পাড়া এলাকার জহির আহমদের ছেলে জালাল আহমদকে অপহরণ করে নিয়ে যায় রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম। খবর পেয়ে পুলিশ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের আস্তানায় অভিযান চালায়। অভিযানের খবরে আব্দুল হাকিমসহ অন্যরা পালিয়ে গেলেও অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পাঠকের মতামত