প্রকাশিত: ০৩/০৪/২০২০ ১২:০২ পিএম
Single Page Top

নিজস্ব প্রতিবেদক ::
বিশ্বের ৫০টি মানবাধিকার সংগঠন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া এবং সেখানকার ক্যাম্পগুলোর চারপাশে বেড়া নির্মাণ বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস বা ‘কোভিড ১৯’ ছড়িয়ে পড়া থামাতে মোবাইলের দ্রুতগতির ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবাধ ইন্টারনেট স্বাস্থ্য কর্মীদেরই সেবা দিতে ভালো ভূমিকা রাখে। এ ছাড়া শরণার্থীশিবিরে যারা কাজ করছেন তাদের জন্যও এটি প্রয়োজন। রোহিঙ্গা শরণার্থী, স্থানীয় সম্প্রদায় এবং সাহায্য সংস্থার কর্মীদের অবাধ ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়।

মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ কর্তৃপক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর মোবাইল ব্যবহারে বাধা তৈরি করে। শরণার্থী ক্যাম্পগুলো আশপাশে ইন্টারনেটের কভারেজ সীমিত করে দেওয়ার নির্দেশ দেয় বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোকে। শরণার্থীরা অভিযোগ করেছেন, কিছু কিছু ক্ষেত্রে সরকার মোবাইল ব্যবহারই নিষিদ্ধ করেছে।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বলা হয়, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের ওপর এই বিধিনিষেধগুলো এখনই তুলে নেওয়া দরকার। কোনো ব্যক্তির ‘কোভিড ১৯’ উপসর্গ দেখা দিলে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), হটলাইনে যোগাযোগের জন্য বলা হচ্ছে। মোবাইল ছাড়া সরকারের এসব নির্দেশ মেনে চলা কোনোভাবেই সম্ভব না।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং রোহিঙ্গা নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করা— যাতে এই মহামারি কোনোভাবেই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ছড়িয়ে না পড়ে। একই সঙ্গে এই সময় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাহায্য সংস্থার কর্মীরা যাতে সহজে প্রবেশ করতে পারে সে ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানানো হয় চিঠিতে।

পাঠকের মতামত

Single Page Bottom

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করছে আরাকান আর্মি: এইচআরডব্লিউ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত ...

রয়টার্সের প্রতিবেদনমিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের, বিদ্রোহীদের পক্ষে টানছে ট্রাম্প প্রশাসন

মিয়ানমারের বিরল খনিজ সম্পদের দিকে চোখ পড়েছে যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের বিরল খনিজে চীনের কর্তৃত্ব সরিয়ে নিতে ...

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...
Single Page Footer