উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১২/২০২৩ ৬:৫২ পিএম

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের রামুর রশিদনগরে দুর্বৃত্তকারীরা রেললাইন বিটের নাট-বল্টু খুলে নেওয়ায় ঝুঁকির কারণে আধা ঘণ্টা দেরিতে ছেড়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। দুপুর ১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করে।

শনিবার (২ ডিসেম্বর) সকালে রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ায় ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী।

গোলাম রব্বানী জানান, শনিবার সকালে সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটের রামু উপজেলার কাহাতিয়া পাড়ায় রেললাইনের বিটের নাট-বল্টু দুর্বৃত্তরা খুলে ফেলেছে বলে খবর পান। পরে বিষয়টি রেল অধিদপ্তরের সংশ্লিষ্টদের অবহিত করেন। এরপর রেল প্রকৌশলসহ নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনরায় সংযোজনের কাজ শুরু করেন শ্রমিকরা। কাজ শেষ করে ট্রেন চলাচলের জন্য রেললাইন উপযোগী করতে দুপুর সাড়ে ১২টা বেজে যায়। ফলে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ছাড়া সম্ভব হয়নি। দুপুর ১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করে।

এদিকে, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রামু উপজেলা ইউএনও ফাহমিদা মোস্তফা ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওসি আবু তাহের বলেন, খবর শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলা অবস্থায় দেখা গেছে। এটি চুরি নাকি কোনো নাশকতার চেষ্টা তা নিশ্চিত হওয়া যায়নি। সুত্র: রাইজিংবিডি

পাঠকের মতামত

অল্পের জন্য বেঁচে গেলেন সেন্টমার্টিনগামী ১৯৪ পর্যটক

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, ...

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ...

কক্সবাজার–৪ আসনে এনডিএমের মনোনয়ন নিলেন সাইফুদ্দিন খালেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–০৪ (উখিয়া–টেকনাফ) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর প্রার্থী হিসেবে ‘সিংহ’ প্রতীক ...

তারেক রহমানের প্রত্যাবর্তনে মনোনয়ন বিরোধ ভুলে একসাথে কক্সবাজারের দুই বিএনপি নেতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে নিজেদের মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব ...