উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১২/২০২৩ ৬:৫২ পিএম

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের রামুর রশিদনগরে দুর্বৃত্তকারীরা রেললাইন বিটের নাট-বল্টু খুলে নেওয়ায় ঝুঁকির কারণে আধা ঘণ্টা দেরিতে ছেড়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। দুপুর ১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করে।

শনিবার (২ ডিসেম্বর) সকালে রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ায় ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী।

গোলাম রব্বানী জানান, শনিবার সকালে সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটের রামু উপজেলার কাহাতিয়া পাড়ায় রেললাইনের বিটের নাট-বল্টু দুর্বৃত্তরা খুলে ফেলেছে বলে খবর পান। পরে বিষয়টি রেল অধিদপ্তরের সংশ্লিষ্টদের অবহিত করেন। এরপর রেল প্রকৌশলসহ নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনরায় সংযোজনের কাজ শুরু করেন শ্রমিকরা। কাজ শেষ করে ট্রেন চলাচলের জন্য রেললাইন উপযোগী করতে দুপুর সাড়ে ১২টা বেজে যায়। ফলে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ছাড়া সম্ভব হয়নি। দুপুর ১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করে।

এদিকে, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রামু উপজেলা ইউএনও ফাহমিদা মোস্তফা ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওসি আবু তাহের বলেন, খবর শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলা অবস্থায় দেখা গেছে। এটি চুরি নাকি কোনো নাশকতার চেষ্টা তা নিশ্চিত হওয়া যায়নি। সুত্র: রাইজিংবিডি

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...