উখিয়ায় ডাম্পারপ্রতি চাঁদা, বনভূমি দখলে চলে লাখ টাকার বাণিজ্য
কক্সবাজারের উখিয়া সদর রেঞ্জের দোছড়ি বনাঞ্চল বর্তমানে পাহাড়, বালু লুট, গাছপালা নিধনসহ অবৈধ দখলের আখড়ায় ...
কামাল শিশির, রামু
রামুর ঈদগড় – ঈদগাঁও সড়কের ভোমরিয়া ঘোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তমজিদ নামের এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
এ সময় মোবারক ও শামরান কবির আব্বু নামের আরো দুই আহত হয়েছে। তারা রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বাসিন্দা।
রবিবার ( ৬ নভেম্বর) রাত আনুমানিক রাত ১০ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভেমরিয়া ঘোনা এলাকার শিয়া পাড়া রাস্তার মাথায় ঘটনাটি ঘটে।
নিহত তমজিদ ঈদগড়ের ছৈয়দ হোসনের ছেলে। আহত মোবারক টোটারবিল এলাকার রমজানের ছেলে এবং অপরজন বদর মোকাম এলাকার নুরুল কবিরের ছেলে বলে জানা গেছে।
জানা যায় শামরান কবির আব্বু যাত্রী নিয়ে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত