প্রকাশিত: ০৬/০৫/২০১৭ ৭:২৮ এএম

সোয়েব সাঈদ, রামু::
রামুতে বিকেএসপি’র অধিগ্রহণকৃত জমির বাস্তব মূল্য দাবিতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন জমির মালিকরা। গত  ৪ মে কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন এর মাধ্যমে এ আবেদন জানানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের বিকেএসপি’র দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য কক্সবাজারের রামু উপজেলা জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি মৌজায় প্রায় ২৯ একর জমি অধিগ্রহণ করা হয়। উক্ত মৌজায় আবেদনকারি কৃষকদের তিন ফসলী জমি রয়েছে। বর্তমানে এখানকার ৪০ শতক (১কানি) জমির মৌজা ভিত্তিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা হলেও বাস্তবে বর্তমান বিক্রয় মূল্য ২০ লাখ টাকার বেশী। যার প্রমাণও আবেদনে সংযুক্ত করা হয়েছে।

আবেদনে আরো উল্লেখ করা হয়েছে, রামুতে বিকেএসপির ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করায় এলাকাবাসি আনন্দিত ও প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এ পদক্ষেপ এলাকার উন্নয়নে অভূতপূর্ব সাফল্য বয়ে আনবে। নেত্রীর নিকট এলাকাবাসীর আবেদন, শেষ সম্বল জমিটুকু অধিগ্রহণ করায় অন্য একটি আয়ের উৎস তাদের সৃষ্টি করতে হবে। সেক্ষেত্রে বাস্তব পেক্ষাপট বিবেচনা করে অধিগ্রহনকৃত জমির মূল্য ক্ষতিপূরণ বাবদ বাস্তব মূল্যের তিনগুন পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা কামনা করেছেন অধিগ্রহণের আওতাধিন সাত শতাধিক ভুক্তভোগী মানুষ।

সম্প্রতি বিকেএসপির জন্য অধিগ্রহণের প্রক্রিয়াধিন এ জমি পরিমাপে বাধা দিয়েছেন জমির মালিকরা। গত ২০ এপ্রিল সকাল ১১টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে অধিগ্রহণকৃত জমি পরিমাপ করতে যান, রামু উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান সহ বিকেএসপি’র প্রকৌশলী, জেলা প্রশাসন, ভূমি অফিস ও রামু থানার কর্মকর্তারা।

এ সময় পরিমাপ কাজে জমির মালিকসহ শতাধিক জনতা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। তাদের দাবি বিকেএসপি’র অধিগ্রহনের জমির ন্যায্যমূল্য পাচ্ছেন না। জমির মালিকরা মৌজা দরের তিনগুন মূল্য দাবি জানান। জমির মালিকদের দাবি যৌত্তিক বলে উত্তেজিত জনতাকে শান্ত করেন, সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান ও জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমেদ প্রিন্স। এ নিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে।

রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান বলেন, রামুর জোয়ারিয়ানালায় প্রায় ২৯ একর জমিতে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি’র ক্যাম্পাস নিমার্ণ করা হবে। জমির ন্যায্য মূল্য পাওয়া জনগণের যৌত্তিক দাবি। বাস্তব মূল্যের তিনগুন মূল্য ও পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জনগন। তাদের দাবি উর্ধ্বত্বন কর্মকর্তার কাছে জানানো হবে।

অধিগ্রহণকৃত জমির মালিক গোলাম কবির সওদাগর, শফিকুর রহমান, হালিম রায়হান, ছৈয়দ মিয়া জানান, রামুর জোয়ারিয়ানালায় বিকেএসপি’র ক্যাম্পাস নির্মাণ হচ্ছে, এতে আমরা আনন্দিত। কিন্তু অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য আমরা পাচ্ছিনা। নোনাছড়ি মৌজার এসব জমির প্রতিএকর মৌজা মূল্য ২০ লাখ টাকা। সম্প্রতি জমির মালিকদের দেয়া ৭ ধারার নোটিশ মতে ক্ষতিপূরণ দেয়া হবে মৌজা মূল্যের দেড়গুন, যা পাশ্ববর্তী মৌজা উত্তর মিঠাছড়ি ও জোয়ারিয়ানালা মৌজা মূল্যের অর্ধেক। তারা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ি মৌজা মূল্যের তিনগুন টাকা দাবি করেন। একই সাথে অনেক মালিক জমি হারিয়ে নিশ্বঃহয়ে পড়বে। সেই সব জমির মালিকদের পূর্ণবাসনেরও দাবি করেন তারা।

একই কথা বলেন অধিগ্রহনকৃত জমির মালিক রফিক আহমদ, আবদু শুক্কুর, জাবেরুল কালাম আজাদ সহ অনেকে। তাদের দাবি, সরকারিভাবে যে মূল্য দেয়া হচ্ছে, তা অধিগ্রহনের আওতায় পড়া শত শত জমি মালিকদের মাঝে হতাশা বিরাজ করছে। ৩ ফসলা এসব জমির ন্যায্য মূল্য চায় তারা। এসব জমি অধিগ্রহনের পর তাদের মতো অনেক কৃষক পরিবারকে জীবিকার প্রধান উৎস হারাতে হবে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমেদ প্রিন্স বলেন, দেশের দ্বিতীয় বিকেএসপি ক্যাম্পাস জোয়ারিয়ানালা ইউনিয়নে হচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে জোয়ারিয়ানালাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে স্থানীয় জনগণ ও জমির মালিকদের দাবী বিবেচনার আবেদন জানাচ্ছি।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...

জামিন বাতিল, মহেশখালীর তোফায়েল হত্যা মামলায় ৭ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর ...

ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ‘জুলাইয়ে থানার বাইক চোরের কাছে অনেক সময় হেরে যাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটি’র ...