প্রকাশিত: ২২/০৬/২০১৯ ৮:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের পশ্চিমের রাজ্য রাখাইনের ইন্টারনেট ব্যবস্থা বন্ধে টেলিকম প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শনিবার দেশটির একটি শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

টেলিনর গ্রুপ জানিয়েছে, মিয়ানমারের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় সব টেলিকম কোম্পানিকে ‘সাময়িক সময়ের’ জন্য রাখাইনের আটটি শহরে ইন্টানেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে। শুক্রবার থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে, ‘টেলিনর মিয়ানমার সেবা বন্ধের যৌক্তিক কারণ আরো সুস্পষ্টভাবে জানতে চেয়েছে এবং জোর দিয়ে বলেছে মানবিক প্রয়োজনে টেলিকম সেবার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখা উচিৎ।’

এ ব্যাপারে মিয়ানমারের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজী হন নি।

রাখাইনের মারাউকি-ইউ শহরের আইনপ্রণেতা তুন থের সেইন টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার একেবারে বন্ধ হওয়ার আগে ইন্টারনেটের গতি দুদিন ধীর ছিল।

২০১৭ সালে রাখাইনে সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিম নিধন অভিযানে নামে। ধর্ষণ, হত্যা , অগ্নিসংযোগ থেকে রেহাই পেতে এ পর্যন্ত সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...