প্রকাশিত: ২৯/০৪/২০১৭ ৪:৩৪ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফ-কক্সবাজার মেরিণ ড্রাইভ সড়ক সংলগ্ন ঝাউ বাগানে গড়ে উঠা কয়েক শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদ। টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। আগামী ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনাফ-কক্সবাজার মেরিণ ড্রাইভ সড়ক আনুষ্টানিকভাবে উদ্বোধন করার জন্য আসছেন। মেরিণ ড্রাইভ সড়কের উভয় পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ পুর্বক সড়কের সৌন্দর্য বৃদ্ধি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। নবাগত টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ হোসেন ছিদ্দিক উচ্ছেদস্থল পরিদর্শন করেছেন। নবাগত টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ হোসেন ছিদ্দিক ও টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদ জানান এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
জানা যায় শনিবার ২৯ এপ্রিল সকাল ১০টা হতে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর হতে টেকনাফ বীচ পয়েন্ট পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্র সৈকতের পাশে ঝাউবাগানে গড়ে উঠা কয়েকশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদের নেতৃত্বে বিজিবি পুলিশ বন বিভাগ ও ভূমি অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য, উর্ধতন কতৃপক্ষের নির্দেশে গত কয়েক বছর আগে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ-কক্সবাজার মেরিণ ড্রাইভ সড়ক সংলগ্ন ঝাউ বাগানে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল। তম্মধ্যে ছিল অধিকাংশই অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গা। এরা ঝাউ বাগানে বসতি স্থাপন করে সাগরে মাছ শিকারে নিয়োজিত ছিল। এরপর কিছু দিন যেতে না যেতেই আবারও অবৈধ স্থাপনা তৈরী করা হয়। বিষয়টি নিয়ে টেকনাফ উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় ও আইন শৃংখলা কমিটির একাধিক সভায় গুরুত্ব সহকারে আলোচনা হয়েছিল।

পাঠকের মতামত

চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...