প্রকাশিত: ১৫/০৪/২০১৮ ৬:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় সাত লাখ রোহিঙ্গাদের অনেকেই সেনাবাহিনীর যৌন সহিংসতার শিকার হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

গুতেরেসের প্রতিবেদনটি সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন ও আলোচনা হবে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক চিকিৎসক দলের সদস্য ও বাংলাদেশের কর্মীরা যে তথ্য নথিভুক্ত করেছেন, তাতে বলা হয়েছে, পালিয়ে আসা রোহিঙ্গারা ‘নির্মম যৌন সহিংসতার কারণে শারীরিক ও মানসিক ভীতি বয়ে বেড়াচ্ছেন।’

 

গুতেরেস জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনী এই নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘২০১৬ সালের অক্টোবর ও ২০১৭ সালের আগস্টে সেনাবাহিনীর নির্মূল অভিযানের সময় স্থানীয় মিলিশিয়াদের সঙ্গে মিলিতভাবে এই কাজ করা হয়েছে।’

 

তিনি বলেছেন, ব্যাপক হুমকি ও যৌন সহিংসতা সম্পূর্ণভাবে রোহিঙ্গাদেরকে অবমাননা, তাদের মধ্যে ভীতি সঞ্চার ও সম্মিলিত শাস্তি নীতির অংশ, যা তাদের মাতৃভূমি থেকে পালিয়ে যাওয়া ও সেখানে ফিরে আসা ঠেকানোর জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।

 

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘রাখাইন রাজ্যের উত্তরাংশে সাফাই অভিযানের ছদ্মাবরণে জাতিগত নিধন করা হয়েছে।’

 

তিনি বলেন, ‘নারীর ওপর সহিংসতা চালানো হয়েছে, এদের মধ্যে গর্ভবতী নারীও রয়েছে যাদেরকে জাতিগত পরিচয় রক্ষাকারী ও প্রচারকারী হসেবে দেখা হয়, যারা গোষ্ঠীর ভবিষ্যত প্রতিনিধি সেই কিশোর-কিশোরীর ওপরও নির্যাতন চালানো হয়েছে।’

‘অধিক সন্তান জন্মদানে সক্ষম রোহিঙ্গারা সংখ্যাগুরু সম্প্রদায়ের জন্য হুমকি বলে যে প্ররোচনামূলক বিস্তৃত অভিযোগ রয়েছে তার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে’ বলে গুতেরেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...