প্রকাশিত: ০৫/১০/২০১৭ ১২:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::
মিয়ানমার আক্রমণ করলে, বাংলাদেশ সরকার কোন ছাড় দিবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাতে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এনজিও’দের সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। এসময় রোহিঙ্গাদের সাহায্যে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তবে রোহিঙ্গাদের বিপন্নতা ও মানবিক সাহায্য নিয়ে কোনভাবেই রাজনীতি করা চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘আক্রমণ আমরা কাউকে করবো না, কিন্তু আক্রান্ত হলে জবাব তো আমাদের দিতে হবে।’ তিনি আরো বলেন, ‘রোহিঙ্গাদের সাহায্যর কাজে কোন রাজনীতি করতে চাই না। মানবিক সাহায্য নিয়ে রাজনীতি চলবে না, বিপন্ন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা চলবে না বলেও তিনি মন্তব্য করেন। সুত্র, সময় টিভি

পাঠকের মতামত

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...