সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ
রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় মাঠ পর্যায়ে তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জানা গেছে, বিশেষ পুলিশ সুপার জুলফিকার আলী হায়দারের নেতৃত্বে পিবিআইয়ের ১০ সদস্যের একটি টিম গতকাল রোববার ঘটনাস্থল চট্টগ্রামের রাঙ্গুনিয়া পরিদর্শন করেছেন। এ সময় তারা প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর মধ্যে ১১ জনের বক্তব্য রেকর্ড করেন।
পিবিআই সূত্র জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। এতে কারা জড়িত সে বিষয়ে কোনো তথ্য পাননি তারা।
তবে স্থানীয় পর্যায়ে তথ্য পাওয়া না গেলেও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা।
পাঠকের মতামত