উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১১/২০২২ ৮:৩৬ এএম

মিয়ানমার থেকে চট্টগ্রামে আসা একটি জাহাজ থেকে অননুমোদিত বিদেশী মদ আটক করা হয়েছে। আজ দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযানে একটি ভুট্টাবাহী জাহাজ থেকে ৬১ বোতল বিদেশী হুইস্কি আটক করা হয়। কাস্টমসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে আগত ভুট্টাবাহী একটি জাহাজে অভিযান চালানো হয়। জাহাজটি তল্লাশি করে ৬১ বোতল (৪২.৬৫ লিটার) বিদেশি হুইস্কি পাওয়া যায়। এ পরিমাণ হুইস্কি জাহাজের ঘোষণা বহির্ভূত ছিল।

ভুট্টার সঙ্গে মদ নিয়ে আসা জাহাজটি গতকাল চট্টগ্রামে প্রবেশ করে। কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত মদগুলো চট্টগ্রাম কাস্টমসে জমা করা হবে। এছাড়া এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাস্টমসের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...