প্রকাশিত: ২৫/০৬/২০২২ ৯:৫৩ এএম

মিয়ানমার থেকে অপহৃত দুই শিক্ষককে কক্সবাজারের টেকনাফের খারাংখালী মগ পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার(২৩ জুন) ভোরে তাদের উদ্ধার করা হয়। পরে রাতে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে অবশেষে মিয়ানমারের বিজিপি’র নিকট হস্তান্তর করা হয়।

জানা যায়, গত ১৬ জুন মিয়ানমারের মংডু জেলার থিনবাওয়ালা গ্রাম থেকে নিখোঁজ প্রধান শিক্ষক ইউ বো উইন এবং সহকারী শিক্ষক ডও ওহনমার কিয়াউকে অজ্ঞাত অপহরণকারীরা মিয়ানমার হতে বাংলাদেশ নিয়ে আসে। অপহরণকারীদেরকে ২৩ জুন বৃহস্পতিবার ভোর ৪টার সময় টেকনাফ খারাংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ মগ পাড়া এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন সদস্যরা উদ্ধার করে।

পরে উদ্ধারকৃত দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩১/১ এপিবি’র নিকট মিয়ানমার-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান কবিরের নেতৃত্বে মিয়ানমারের ২ বিজিপি’র অধিনায়ক ওয়াল উইন তুন-এর কাছে বৃহস্পতিবার রাত ১০টার সময় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দায়িত্বশীল কেউ কথা না বললেও একটি দায়িত্বশীল সংস্থা থেকে হস্তান্তর প্রক্রিয়ার ছবি এ প্রতিবেদকের হাতে পৌঁছে। সুত্র: দৈনিক আজাদী

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...