
নিউজ ডেস্ক: রোহিঙ্গাদের নিয়ে সংবাদ প্রকাশ করার জেরে মিয়ানমারে গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার ইয়াঙ্গুনের একটি আদালতে এ অভিযোগ গঠন করা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
কো ওয়া লোন এবং কায়াও সোয়ে ও নামে এ দুই সাংবাদিককে গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ইয়াঙ্গনের উপকণ্ঠে গ্রেফতার করা হয়।
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে তারা কিছু দলিল জোগাড় করেছিলেন। সে জন্য তাদের অফিসিয়াল সিক্রেটস আইনে গ্রেফতার করা হয়। দুজনই মিয়ানমারের নাগরিক। দুই সাংবাদিক বলেছেন, তারা কোনো ভুল করেননি।
রয়টার্স জানায়, তাদের দুই রিপোর্টারকে ১২ ডিসেম্বর সন্ধ্যায় ডিনারের কথা বলে ডেকে নিয়ে পুলিশ গ্রেফতার করেছিল। এর পর তাদের বিরুদ্ধে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টয়ের আওতায় অভিযোগ করা হয়।
১৯২৩ সালে প্রণীত ওই আইনের আওতায় আটক ব্যক্তি দোষি সাব্যস্ত হলে তার ১৪ বছরের কারাদ-ের বিধান রয়েছে দেশটিতে।
পাঠকের মতামত