প্রকাশিত: ২৪/০৪/২০১৭ ৮:৪৮ পিএম

নিউজ ডেস্ক::

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ২৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। হতাহতরা ভারতের কেন্দ্রীয় পুলিশের রিজার্ভ ফোর্সের (সিআরপিএফ) সদস্য ছিলেন।
আজ সোমবার দুপুরে ছত্তিশগড়ের সুকুমা জেলায় ওই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছে রায়পুর ও জগদলপুরে।

সোমবার দুপুর ১টার দিকে ছত্রিশগড়ের সুকুমা জেলার বুরকাপাল গ্রামের কাছে কালাপাথরের চিন্তাগুফায় সিআরপিএফের সদস্যদের ওপর গুলি চালায় মাওবাদীরা। ওই সময় স্থানীয় একটি রাস্তার কাজ করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় অতর্কিতে মাওবাদীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু করে। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় পুলিশও। এরই মধ্যে নিহত সিআরপিএফ সদস্যদের অস্ত্র এবং ওয়্যারলেস সেট ছিনতাই করে মাওবাদীরা। হামলার শিকার সিআরপিএফ সদস্যরা ছিলেন ৭৪ ব্যাটালিয়নের সদস্য।
এদিকে সিআরপিএফের ওপর মাওবাদী হামলার খবর পেয়েই দিল্লি সফর কাটছাঁট করে রায়পুরে চলে আসেন ছত্রিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং। পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডেকেছেন তিনি।
সুকুমা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিতেন্দ্র শুক্লা জানিয়েছেন, চিন্তাগুফার কাছে একটি রাস্তা খুলে দেওয়ার সময় সিআরপিএফের ৭৪ ব্যাটালিয়নের সদস্যদের ওপর আক্রমণ করে মাওবাদীরা।
আহত সিআরপিএফ সদস্য শের মহম্মদ বলেন, ‘মাওবাদীরা প্রথমে স্থানীয় গ্রামবাসীদের মাধ্যমে আমাদের অবস্থান জেনে নেয়। এরপর প্রায় তিনশো মাওবাদী আমাদের আক্রমণ করে।’
চলতি বছরের গত ১১ মার্চ এই সুকুমা জেলাতেই মাওবাদী হামলায় প্রাণ হারান ভারতের ১২ জন সিআরপিএফ সদস্য।

পাঠকের মতামত

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...