উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৮/২০২২ ৪:৪৩ পিএম

কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামের সর্দার ও সমাজ সভাপতিকে পিটিয়েছেন দক্ষিণ শ্রীকুলের কামাল উদ্দিন। স্থানীয় বাসিন্দারা জানান, কামাল উদ্দিন এলাকায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত।

রাজারকুল বড়ুয়াপাড়ার সমাজ সভাপতি ও সর্দার জয়সেন বড়ুয়া বলেন, ‘গত ২৪ আগস্ট কামালের কাছে সুপারি চারা বিক্রির পাওনা টাকা চাইলে নদীর পাড়ে আমাকে কামাল আমাকে গালিগালাজ করে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।’

এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে রাজারকুল সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারের সামনে এলাকার সাধারণ মানুষ মানববন্ধন করেছে।

মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তারা দ্রুত কামাল উদ্দিনকে গ্রেপ্তারপূর্বক বিচার চেয়েছেন। রাজারকুল ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার স্বপন বড়ুয়া বলেন, ‘দীর্ঘদিন ধরেই চিহ্নিত ইয়াবা কারবারি কামাল আমাদের এলাকায় নানান অরাজকতার সৃষ্টি করে আসছে। এই ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

এদিকে এর আগেও একই এলাকার বিজয়সেন বড়ুয়া নামের আশির্দ্ধো আরেক বৃদ্ধকে তিনি একই কায়দায় পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার বিজয়সেন বড়ুয়া জানান, আমাদের একটি জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছিল কামাল। প্রতিবাদ করায় আমাকেও রামু বাজারের ওখানে প্রকাশ্যে মারধর করে।

পূর্ব রাজারকুল গ্রামের সর্দার ও সমাজ সভাপতি জয়সেন বড়ুয়াকে মারার ঘটনার বিষয়ে গতকাল রামু থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে জানতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসাইনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতরাতে আমরা অভিযোগ পেয়েছি।’

শুক্রবার সকালে মানববন্ধনে উপস্থিত হয়ে রামু উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের ডেপুটি কমান্ডার রণধীর বড়ুয়া বলেন, ‘একজন সমাজ সভাপতি ও সর্দারকে প্রকাশ্যে কীভাবে মারধর করা হয়? আমরা কি আজকের এই দৃশ্য দেখার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম? দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।’

এদিকে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছেন অভিযুক্ত কামাল। তাঁর মুঠোফোনে ঘটনার বিষয়ে জানতে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।

মানববন্ধনে উপস্থিত হয়ে অন্যান্য বক্তারা ও সাধারণ জনগণ বলেন দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত কামালকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সুত্র: আজকের পত্রিকা

পাঠকের মতামত

কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধি নিষেধ থাকায় উখিয়ার ...

উখিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদের ...