নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৮:৫৮ পিএম

রামু উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক-এর দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টায় রামু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, শিক্ষাবিদ, মরহুমের বন্ধু ও সহযোদ্ধারা, সচেতন মহল এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান ছিলেন রামু উপজেলার একজন শ্রদ্ধেয় সমাজসেবক, অভিভাবক ও সাহসী মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যুতে রামুবাসী হারিয়েছে একজন অসাধারণ নেতা ও অভিজ্ঞ জননেতাকে। তাঁর অবদান ও স্মৃতি চিরকাল হৃদয়ে বেঁচে থাকবে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...