প্রকাশিত: ১৩/০৭/২০১৭ ১০:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৭ পিএম

ক্যারিবিয়ান অঞ্চলের সিন্ট মার্টিনের একটি বিমানবন্দরে বিমান অবতরণের সময় বায়ু বিস্ফোরণে (জেট ব্লাস্ট) সৈকতে এক নারী পর্যটক নিহত হয়েছেন। বিখ্যাত প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এ ঘটনা ঘটে। নিহত নারী পর্যটক নিউ জিল্যান্ডের নাগরিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্থানীয় পুলিশকে উদ্বৃত করে জানিয়েছে, ৫৭ বছরের ওই নারী বিমানটি অবতরণের সময় সৈকতে বেড়ার কাছে দাঁড়িয়ে ছিলেন। বিমানটি অবতরণের সময় বায়ু বিস্ফোরণে তিনি আহত হন। হাসপাতালে চিকিৎসা জন্য নেওয়ার পর নারী পর্যটকের মৃত্যু হয়।

খবরে আরও বলা হয়েছে, বিমানবন্দরের কাছের সৈকতের অংশটি পর্যটকদের ভীষণ প্রিয়। বিশেষ করে এই বিমানবন্দরে বিমানগুলো সৈকতের সামান্য উপর দিয়ে অবতরণ করা দেখার আগ্রহ থাকে পর্যটকদের। মাহো সৈকতের নিরাপত্তা বেড়া থেকেমাত্র ১৬০ মিটার দূরত্বে রানওয়েটি শুরু হয়েছে। এই বেড়ার কাছে না দাঁড়ানোর জন্য ও দুর্ঘটনার আশঙ্কায় একাধিক সতর্ক বার্তা টানানো আছে। যদিও এ সতর্কতা অগ্রাহ্য করে প্রতিদিনই অনেক মানুষ বিমানের অবতরণ দেখেন।

স্থানীয় পত্রিকার খবরে বলা হয়েছে, বিমানটি ছিল বোয়িং ৭৩৭। বিমানটি অবতরণের সময় বায়ুর ধাক্কায় ওই নারী নিজের মাথা কংক্রিটে ঠেসে ধরেছিলেন।

দ্বীপটির পর্যটন পরিচালক রোনাল্ডো ব্রিসন জানান, তিনি নিহত পর্যটকের পরিবারের সঙ্গে কথা বলেছেন। পরিবারকে বুঝাতে পেরেছেন যে, এমন অসতর্কতা ও ঝুঁকি নেওয়া উচিত হয়নি।

উল্লেখ্য, বিমান অবতরণের সময় এঞ্জিন থেকে দ্রুত গতিতে যে বায়ু বের হয়ে আসে সেটাকেই জেট ব্লাস্ট বলা হয়। বড় ধরনের বিমানের এঞ্জিন থেকে ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। বিমানের ২০০ ফুট দূর থেকেও এই বিস্ফোরণের ধাক্কা অনুভূত হয়। সূত্র: বিবিসি।

পাঠকের মতামত

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...