উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ৮:১২ এএম

গাজীপুরে বিএনপি সংশ্লিষ্ট এক চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে একই দিনে দুই সাংবাদিকের ওপর বর্বর হামলার অভিযোগ উঠেছে। এর মধ্যে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়।

ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে দাবি করেন, তুহিন হত্যার আগে দুপুরে একই পত্রিকার আরেক সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে বিএনপির কর্মীরা, কারণ তিনিও এক বিএনপি নেতার চাঁদাবাজির খবর সংগ্রহে ছিলেন।

সারজিস আলম লিখেছেন—”গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা।

দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চায়ের দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা!

আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন।”

এর আগে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তুহিন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয়ে একটি ফেসবুক লাইভ করেন। পরবর্তীতে রাত ৮টার দিকে চায়ের দোকানে বসে থাকার সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

গাজীপুরের সাংবাদিক মহল, পেশাজীবী সমাজ ও সাধারণ মানুষের মাঝে গভীর ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। গাজীপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিচার দাবি ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

এ ঘটনার রাজনৈতিক যোগসূত্র ও পরিকল্পিত হত্যার বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে দেশের সংবাদমাধ্যম সংশ্লিষ্ট মহল। সাংবাদিকরা মনে করছেন, সাংবাদিকদের নির্ভীক পেশাদারিত্বে বাধা দিতেই এ হামলা ও হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো তৈরির নীতিগত অনুমোদন

বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো তৈরি করা হবে। আন্তর্জাতিক ...

‘দেশি মুরগি খেতে না পারা’ আলোচিত শিক্ষিকার ছয়তলা নিজস্ব ভবন রয়েছে

ঢাকায় শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়ার আন্দোলনে অংশ নিয়ে আলোচনায় আসেন শিক্ষিকা শাহিনুর আক্তার শ্যামলী। এক গণমাধ্যমে তিনি ...

কক্সবাজার-৪ সহ ২৩ আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিরোধ

সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড পর্যালোচনা করছে বিএনপি। বিশেষ করে মনোনয়নবঞ্চিতসহ এলাকার ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে ...