প্রকাশিত: ০২/০৪/২০১৮ ৭:৩৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সমান্তরালে বসবে বর্ডার লিয়াজোঁ অফিস (বিএলও)। মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় বাংলাদেশ-মিয়ানমার এ বিষয়ে ঐকমত্য হয়েছে। আজ বেলা ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দলের বাংলাদেশ সফর এবং দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ সারসংক্ষেপে এসব কথা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মন্ত্রিসভা বৈঠকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৮ এর খসড়া নীতিগত অনুমোদনের প্রস্তাবসহ পাঁচটি এজেন্ডা আলোচনার জন্য উঠবে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, ১লা মার্চ জাতীয় ভোটার দিবস ঘোষণা এবং মন্ত্রিপরিষদ বিভাগের উদযাপন করা দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব পাঠিয়েছে তারা। এ প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠবে। মন্ত্রিসভার জন্য পাঠানো সারসংক্ষেপে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি দেশগুলোর মধ্যে ভারতে ২৫শে জানুয়ারি, পাকিস্তানে ৭ই ডিসেম্বর, শ্রীলঙ্কায় ১লা জুন, ভুটানে ১৫ই সেপ্টেম্বর, নেপালে ১৯শে ফেব্রুয়ারি এবং আফগানিস্তানে ২৬শে সেপ্টেম্বর ‘জাতীয় ভোটার দিবস’ পালন করা হয়। ২০১৩ সালে ভুটানে অনুষ্ঠিত ফোরাম অফ ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অফ সাউথ এশিয়ার চতুর্থ সভায় সদস্যভুক্ত দেশগুলোতে জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। তাই ওই কমিটির সদস্য হিসেবে বাংলাদেশকেও জাতীয়ভাবে ভোটার দিবস পালন করতে হবে। এমন চিন্তায় জাতীয় ভোটার দিবস পালনের সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশন মনে করছে, এ দিবস পালনের মাধ্যমে তরুণরা ভোটার হওয়ার পদ্ধতি, ভোটদান পদ্ধতি এবং ভোটার অধিকার সম্পর্কে জানতে পারবে। এদিন তরুণদের মধ্যে বিপুল উৎসাহের সৃষ্টি হবে। এমন চিন্তায় ১লা মার্চ জাতীয় ভোটার দিবস ঘোষণা এবং মন্ত্রিপরিষদ বিভাগের উদযাপন করা দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। জননিরাপত্তা বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৩ থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমার সফর করে। এরপর মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের টিম ১৫ থেকে ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করে। মিয়ানমারের টিমটি প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ঊর্ধ্বতন বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে। এ সময় আটটি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তে বলা হয়, মিয়ানমার থেকে সর্বনাশা ড্রাগ ইয়াবা বাংলাদেশে পাচার বন্ধে মিয়ানমার সীমান্ত এলাকায় কারখানা ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে মিয়ানমার সরকারের পূর্ণ সমর্থন ও অঙ্গীকার পাওয়া যায়। এছাড়া মন্ত্রিসভা বৈঠকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ নীতিগত অনুমোদনের জন্য উঠবে।সুত্র: মানবজমিন

পাঠকের মতামত

জাতীয় সমাবেশে অসুস্থ জামায়াত আমির, খোঁজ নিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ...

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ...