উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০১/২০২৫ ৭:৪৭ এএম , আপডেট: ২৯/০১/২০২৫ ১০:২১ এএম
সেন্টমার্টিন জেডিঘাট/ ছবি – ওবাইদুল হক চৌধুরী

আগামী ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন দ্বীপে ৯ মাস পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী অক্টোবর পর্যন্ত চলবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই নিষেধাজ্ঞা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন, কিন্তু এখনও এই বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটকরা আসেন। তবে পরিবেশ মন্ত্রণালয় এ বছর নতুন নিয়ম চালু করেছে, যার ফলে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়। জানুয়ারিতে দুই হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারলেও, ফেব্রুয়ারি থেকে পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

সরকারের এই সিন্ধান্তের ফলে দ্বীপের বাসিন্দারা উদ্বিগ্ন, কারণ পর্যটন ব্যবসা বন্ধ হয়ে গেলে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করা কঠিন হয়ে পড়বে। স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন, ফেব্রুয়ারি মাসের জন্য ভ্রমণ উন্মুক্ত রাখা গেলে অনেকের ক্ষতি কমবে।

আপাতত ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলাচল করবে। কিন্তু এর পরের জন্য সরকার কোনো নতুন নির্দেশনা দিলে সেটি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব জানান।

পাঠকের মতামত

এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক সেবা নাকি নতুন দ্বন্দ্বের সূচনা?

উখিয়া উপজেলার দক্ষিণের গ্রাম গয়ালমারা। এখানেই দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ (Médecins Sans Frontières) ...