উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১১/২০২২ ৮:৩২ এএম

বেকার যুবক এ কে খান সোমবার প্রথমবারের মতো ভাইয়ের সঙ্গে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার পশ্চিমে সাতভিউ এলাকায় বঙ্গোপসাগরে জাল ফেলেন তিনি। এরপর তাঁর বিহিঙ্গী জালে উঠে আসে সাতটি বড় কালো পোয়া মাছ।

সোমবার বেলা তিনটার দিকে মাছ সাতটি ধরা পড়ে। মাছগুলোর প্রতিটির ওজন ১০ থেকে ১৫ কেজি করে। মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল বাজারে মাছগুলো এনে দাম হাঁকা হয়েছে ৩০ লাখ টাকা।

স্থানীয় ব্যবসায়ীরা ২২ লাখ টাকা দিতে চাইলেও মাছ সাতটি বিক্রি করেননি এ কে খান। তাঁর বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের উত্তর সাইরার ডেইল গ্রামে।

তিন ভাইয়ের মধ্যে সবার ছোট এ কে খান কয়েক মাস আগে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পে চাকরি নেন। তিন মাস পর চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন তিনি। এরপর এলাকার লোকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে একটি বিহিঙ্গী জাল কেনেন। সেই জালেই ধরা পড়ল মাছগুলো।

এ কে খান প্রথম আলোকে বলেন, সোমবার সকালে একটি মাছ ধরার নৌকা ও বিহিঙ্গী জাল নিয়ে বড় ভাই ছৈয়দুল হকের সঙ্গে কুতুবদিয়ার পশ্চিমে সাতভিউ এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সকালে জাল ফেলে বেলা তিনটার দিকে তুলে দেখেন, সাতটি বড় কালো পোয়া মাছ ধরা পড়েছে। এ সময় ছৈয়দুল হকের জালে ধরা পড়ে ১৫ কেজি ওজনের একটি কালো পোয়া। পরে সন্ধ্যা সাতটার দিকে মাছগুলো নিয়ে ফেরেন তাঁরা।

প্রথম দিনই জালে সাতটি কালো পোয়া মাছ ধরা পড়ায় উৎফুল্ল এ কে খান। তিনি বলেন, সাগরে জাল ফেলার পূর্ব অভিজ্ঞতা নেই তাঁর। প্রথম দিনই এত বড় মাছ ধরা পড়বে আশা করেননি। রাত আটটা পর্যন্ত মাছগুলো বিক্রি হয়নি বলে তিনি জানিয়েছেন।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হামেদ হোছাইন বলেন, স্থানীয় বাজারে এনে সাতটি মাছের দাম হাঁকা হয় ৩০ লাখ টাকা। স্থানীয় ব্যবসায়ীরা ২২ লাখ টাকা দিতে চান। বেশি দাম পাওয়ার আশায় মাছ বিক্রি করেননি এ কে খান। আগামীকাল মাছগুলো চট্টগ্রামে নিয়ে যাবেন তিনি।

মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, কয়েক বছর ধরে বছরে দুই দফা সাগরে মাছ ধরা বন্ধ থাকে। এতে সাগরে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। পরে জেলেদের জালে তা ধরা পড়ছে। সুত্র: প্রথম আলো

পাঠকের মতামত

আওয়ামী আমলে পাসপোর্ট জিম্মিচার বছর পর যুক্তরাষ্ট্রে গেলেন সাবেক জামায়াত নেতা শাহ জালাল চৌধুরি

দীর্ঘ চার বছর পর অবশেষে বিদেশ ভ্রমণের সুযোগ পেলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ...

উখিয়ায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণের সমাপনী উৎসব

কক্সবাজারের উখিয়ায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে ” জাঁকজম ভাবে এলবিই ...

গোল্ড কাপ ফাইনালে টিকিট কেলেঙ্কারি, মাঠে দর্শকদের বিক্ষোভ ও বিশৃঙ্খলা

জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। শুক্রবার ...

উখিয়ায় বাল্যবিবাহ বন্ধে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

উখিয়ায় বাল্য বিবাহের হার কমিয়ে আনতে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ...