উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০১/২০২৪ ৯:৪৭ এএম

প্রতিজ্ঞা করেছিলেন, এক হাজার বিয়ে পড়ানোর পর নিজে বিয়ে করবেন। সেই প্রতিজ্ঞাই পূরণ করেছেন লক্ষ্মীপুরের যুবক মামুনুর রশীদ। কাজী হিসেবে যাত্রা শুরুর পর ১০৯৯টি বিয়ে পড়িয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। আলোচিত এই ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরে।

গত শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন হয়। রোববার নিজের বউভাত অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন কাজী মামুনুর রশীদ নিজেই।

জানা গেছে, বর কাজী মামুনুর রশীদের বাড়ি লক্ষ্মীপুর রায়পুর পৌর ৬ নম্বর ওয়ার্ডে। তিনি মৌলবি আব্দুল্লাহ সাহেবের বাড়ির কাজী মাওলানা মহতাসিম বিল্লাহর ছেলে। কনে লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বড়ির মকবুল আহমেদের মেয়ে কানিজ ফাতেমা নুরা। এর আগে গাড়ী সাজিয়ে গ্রামের বন্ধু, সহকর্মী ও স্থানীয় মুরব্বিদের নিয়ে বিয়ের আসরে আসেন বর কাজী মামুন।

জানা যায়, ২০১৭ সালে কাজী মামুনুর রশীদ বাবার হাত ধরে কাজী পেশার সাথে যুক্ত হন। এখন পর্যন্ত তিনি প্রায় ১০৯৯টি বিয়ে পড়িয়েছেন। বিষয়টি নিয়ে কৌতূহল জাগে বন্ধু ও গ্রামের অনেকের মধ্যে। যদিও রবিবার তার বউভাতের দিন থাকলেও তিনি আরও দুটি বিয়ে পড়ান।

বরের বাবা কাজী মোহতাসিম বিল্লাহ বলেন, আমার সঙ্গে করেই মামুনুর রশীদকে কাজী বিষয়ে অভিজ্ঞতা শিখিয়েছি। আমি অসুস্থ থাকায় তাকে দিয়েই ৬ নাম্বার ওয়ার্ডের বিয়ের কাজ সম্পূর্ণ করা হতো। তার জন্য শুভ কামনা।

পাঠকের মতামত

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আমার নামে “সাত হাজার পিস ইয়াবাসহ একজন আসামিকে ক্যাম্পে এনে পরবর্তীতে আর্থিক ...