
সংবাদদাতা:
আগামী রবিবার থেকে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেয়া হয়েছে। ১২ দফা দাবী আদায়ে কক্সবাজার পেট্রোল পাম্প, ডিলারস ডিস্ট্রিবিউটরস এন্ড এজেন্সি ওনার্স এসোসিয়েশন এর মালিকগন এ কর্মসুচি ঘোষণা করেছে। এ উপলক্ষে বুধবার সকালে এজাজুল ওমর চৌধুরী বাট্টুর সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের চট্রগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক অজিউল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ন সম্পাদক মাঈনুদ্দীন চৌধুরী। সভায় কক্সবাজার পেট্রোল পাম্প মালিক সমিতির উপদেষ্টামন্ডলির সদস্য তোফায়েল আহমদ চৌধুরীসহ কেন্দ্রিয় পেট্রোল পাম্প মালিক সমিতির সদস্য ও কক্সবাজারের পেট্রোল পাম্প মালিকগন উপস্থিত ছিলেন। সভায় সকলেই কেন্দ্রিয় পরিষদের সাথে একমত পোষন করে আগামী ৩০ অক্টোবর রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সকল পেট্রোল পাম্প ও এজেন্সি এবং ট্যাংকলরী মালিক ও শ্রমিকবৃন্দ বিনিয়োগ ও শ্রম প্রদান থেকে বিরত থাকার কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে সমগ্র জেলার জন্য তৈল উত্তোলন, পরিবহন, বিক্রয় ও বিপণন বন্ধ থাকবে। এছাড়া দাবী পুরন না হওয়া পর্যন্ত সমগ্র জেলার পেট্রোল পাম্প ও ট্যাংকলরী বন্ধ থাকবে। উক্ত সময়ে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আমরা কক্সবাজার পেট্রোল পাম্প ডিলারস ও এজেন্সিস ওনার্স এসোসিয়েশনের মালিকগন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
উল্লেখ্য, পেট্রোল পাম্প মালিক সমিতির সমস্যা সমাধানের জন্য ১২ দফা দাবী আদায়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া হয়। দাবী আদায়ে গত ২৮ আগষ্ট ৯ ঘন্টার প্রতীকি কর্মবিরতি কর্মসূচী পালন করা হয়। এর পরও সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কোন উদ্যোগ গ্রহন না করার ফলে গত ৪ সেপ্টেম্বর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়। কিন্তু গত ২০সেপ্টেম্বর জ্বালানী প্রতিমন্ত্রী মহোদয় এ বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহন ছাড়াই আগের মতো ২/১টি আশ্বাস দিয়ে সভাকক্ষ ত্যাগ করেন। সেখানে ১২ দফা দাবীর বিষয়ে কোন কথা বলার সুযোগ দেয়া হয়নি। এমতাবস্থায় ১২ দফা দাবী আদায়ে সরকারকে ১০দিনের সময় দেয়া হয়। কিন্তু সরকার কোন উদ্যোগ না নেয়ায় কেন্দ্রিয় সিদ্ধান্তের আলোকে অনির্দিষ্টকালের কর্মবিরতির মতো কর্মসূচী পালন করতে বাধ্য হচ্ছে কক্সবাজার পেট্রোল পাম্প মালিক সমিতি। এর আগে গত ১৯ অক্টোবর ঢাকায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেখান থেকে সারাদেশের জন্য অনির্দিষ্টকালের কর্মবিরতির আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হয়।
পাঠকের মতামত