প্রকাশিত: ২৭/০২/২০১৮ ৮:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১২ এএম

আবুল কাশেম সাগর ::

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর মুহসনিয়া পাড়ায় প্রভাবশালী মৌলভী মনছুরের স্থাপিত পোল্ট্রি খামারের বিষ্টার দুর্গন্ধে অতিষ্ট গ্রামবাসীর পাশে দাড়িয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নোমান হোসেন প্রিন্স।

তিনি মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি বেলা ১২টায় সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মুহসনিয়া পাড়া এলাকা গিয়ে পোল্ট্রি খামারের বিষ্টার দুর্গন্ধে অতিষ্ট গ্রামবাসীর সাথে কথা বলেন এবং জনদূর্ভোগ লাগবে সাত দিনের মধ্যে পোল্ট্রি খামার বন্ধের নির্দেশ প্রদান করেন। এ নির্দেশনা অমান্য করলে পরিবেশ অধিদপ্তর, ও মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের সতর্ক করেন খামারীকে।

উল্লেখ্য: দীর্ঘ বছর ধরে কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে পোল্ট্রি খামারের বিষ্টার দুর্গন্ধে জনজীবন অতিষ্ট হয়ে পড়ে। খামরের বিষ্টার দুর্গন্ধের ব্যাপারে খামারীকে বললে খামার মালিক সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মুহসনিয়া পাড়া গ্রামের মোহাম্মদ হোছনের ছেলে মৌলভী মনছুর আলম উল্টো গ্রামবাসীকে গালিগালাজ ও হুমকি ধমকি দিয়ে আসেছে। খামরের বিষ্টার দুর্গন্ধের ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আবদুর রহিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ খামার মালিক মনছুর আলমকে বহুবার অবহিত কররে কোন ধরণের কর্নপাত করেনি। পরবর্তীতে চলতি মাসের ২২ ফেব্রুয়ারি উক্ত ঘনবসতিপূর্ণ হইতে পোল্ট্রি খামার উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গ্রামবাসী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র সদর উপজেলার নির্বাহী অফিসার বরাবরে দায়ের করেন।

জানা যায়, সদর উপজেলার পিএমখারী ইউনয়িনের মুহসনিয়া পাড়া গ্রামের মনছুর আলম ঘনবসতিপূর্ণ উক্ত এলাকায় ৫-৬ বছর যাবৎ ধরে ৩-৪ হাজার মোরগ ধারন ক্ষমতা সম্পন্ন লেয়ার মুরগীর খামার স্থাপন করেন। উক্ত খামারে মুরগির বিষ্টার গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। পোল্ট্রির বিষ্টার দুর্গন্ধে এলাকার মানুষ বসবাস করতে পাচ্ছে না । বিষ্টার গন্ধে শিুশুরা পেঠের পীড়াসহ নানাবিধ রোগে অক্রান্ত হয়ে প্রায় সময় অসুন্থ হয়ে মৃত্যুর দিকে ঝুঁেক পড়ছে। এছাড়াও স্কুল,কলেজ পড়–য়া শিক্ষার্থীরা লেখাপড়া করতে যেতে পারছেনা। পথচারী লোকজন চলাচলের সময় নাক বন্ধ করে কোন মতে খামার এলাকা অতিক্রম করে আসছে। অভিযানের ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মো.নোমান হোসেন প্রিন্স জানান, মঙ্গলবার অভিযুক্ত পোল্ট্রি খামার পরির্দশন পূর্বক জনসাধারণের দূর্ভোগের কথা শোনে উক্ত পোল্ট্রি খামার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। ভবিষৎতে ঘনবসতিপূর্ণ এলাকায় পোল্ট্রি খামার স্থাপন না করার ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...