প্রকাশিত: ০২/০৯/২০১৭ ১:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১২ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী অালী অাকবর পবিত্র ঈদ-উল অাযহা উপলক্ষে ঘুমধুমবাসীসহ বিশ্বের সককল মুসলমান সম্প্রদায়কে শুভেচ্ছা জানান। শুভেচ্ছায় তিনি বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ,ত্যাগ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মুমিন মুসলমানের আনন্দের বার্তা নিয়ে ঈদ-উল অাযহা সমাগত। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সব মানুষকে এক কাতারে দাঁড় করায় এই উৎসব।
তিনি বলেন, ঈদ-উল অাযহা নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌঁছে দেয় তা হচ্ছে, ‘সকলের তরে সকলের আমরা’। এই মর্মবাণী সামাজিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর অসাম্যকে অতিক্রম করে এক নিবিঢ় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়। ঈদের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া মুসলমান হিসেবে আমাদের কর্তব্য। প্রিয় ঘুমধুমবাসীসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছান্তে
অালী অাকবর
সভাপতি পদপ্রার্থী ইউনিয়ন যুবদল
ঘুমধুম,নাইক্ষ্যংছড়ি,বান্দরবান।

পাঠকের মতামত

একরাম হত্যা মামলায় বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ ...

টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় বদিকে গ্রেপ্তার দেখানো হলো

সাত বছর আগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ...