প্রকাশিত: ১৪/০৪/২০১৯ ৩:০৫ পিএম

ডেস্ক রিপোর্ট ::
নেপালের লুকলা বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা নুড়ি পাথরে পিছলে একটি প্লেন পাশের হেলিকপ্টার পার্কিং এ ধাক্কা দিলে তিনজন মারা গেছেন।

অভ্যন্তরীণ রুটে চলা সামিট এয়ারের এ প্লেনটি রাজধানী কাঠমান্ডুতে যাচ্ছিল। তবে এই প্লেনে কোন যাত্রী ছিলনা।

আগামী ৩১ জুন পর্যন্ত ত্রিভূবন এয়ারপোর্ট সংস্কার কাজের জন্য রাত ১০ টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকার কারণে প্লেনটি বিকল্প হিসেবে লুকলা বিমানবন্দর ব্যবহার করছিল।

নেপালের সংবাদ মাধ্যমগুলো বলছে, লুকলা বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে প্লেনটি পাশের হেলিকপ্টার পার্কিংয়ে গিয়ে আঘাত হানে। তার পরপরই এটি বিধ্বস্ত হয়। রানওয়ে থেকে হেলিকাপ্টার পার্কিং মাত্র ৫০ গজ দূরে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি জানান, সামিট এয়ারের কো-পাইলট সুজিত ধুঙ্গানা ও পুলিশ অফিসার রাম বাহাদুর তামাং ঘটনাস্থলেই মারা যান। পুলিশের আরেক অফিসার রুদ্র শ্রেষ্ঠা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্লেনের ক্যাপটেন রবিনাথ রোকায়া ও মানাং এয়ারের হেলিকাপ্টারের ক্যাপটেন ছেথ বাহাদুর গুরুং। তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত আছে বলে জানা গেছে।

লুকলা বিমানবন্দরটি বিশ্বের ঝুকিপূর্ণ বিমানবন্দরের একটি। এর একপাশে গভীর খাদ আরেক পাশে খাড়া পাহাড়। আর এভারেস্টের বেস ক্যাম্পও এখান থেকে শুরু হয়।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...