ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১১/২০২৫ ৪:২৫ পিএম

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সবাই নারী এবং একই পরিবারের সদস্যরা। তারা ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা দিয়েছিলেন।

কিন্তু বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হাঁসেরদীঘি এলাকায় যাত্রীবাহি মারশা বাসের সাথে তাদের কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জনের মৃত্যু এবং চালকসহ ৪ জন আহত হন।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রুমি বেগম (৬৫), রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫), ফারজানা মজুমদার লিজা (২৮), কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী সাদিয়া পাটোয়ারী (২৩), চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার (২৪),

আহতরা হলেন, উদয় পাটোয়ারী, সামাদ পাটোয়ারী, শাহেদ মজুমদার লিশান ও মাইক্রোবাস চালক আমিনুল হক।

উদয় পাটোয়ারী (৪৩) কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের বাসিন্দা। চাকরি করেন মালয়েশিয়ান এয়ারলাইন্সে। তিনি ঢাকার উত্তরায় সপরিবারে থাকছেন। মঙ্গলবার সকলেই মিলে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। হতাহতরা সবাই আত্মীয়।

নিহতদের মধ্যে রুমি বেগম মা, রিজওয়ানা মজুমদার শিল্পী শাশুড়ি, ফারজানা মজুমদার লিজা স্ত্রী, সাদিয়া পাটোয়ারী ছোট বোন এবং ফারজানা মজুমদার শ্যালিকা। আহতদের মধ্যে সামাদ পাটোয়ারী ছেলে এবং শাহেদ মজুমদার লিশান শ্যালক।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মেহেদী হাসান জানান, সকালে চট্টগ্রামমুখী একটি মারশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও ৭ জন আহত। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

উদয়ের শ্বশুর আবদুল মন্নান মজুমদার জানিয়েছেন, উদয় পাটোয়ারী মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ভাড়া করা মাইক্রোবাসে করে পরিবারের সদস্যদের নিয়ে রওয়ানা দেন। সাথে ছিলেন স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), ছেলে সামাদ পাটোয়ারী (৪), শালী ফারহানা মজুমদার টিজা (২৫), শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। যাত্রাপথে চৌদ্দগ্রাম বাজারস্থ কাজী রাজ্জাক টাওয়ার থেকে রাত আড়াইটায় তাঁর মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া আক্তার পাটোয়ারী (২৪) ও ফালগুনকরা থেকে রাত পৌনে তিনটায় উদয়ের শ্বাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকে (৫৫) নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করে।

তিনি বলেন, ‘জামাতার উদ্যোগে পরিবারের সদস্যরা আনন্দ ভ্রমণের লক্ষ্যে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার খবর শুনেছি

পাঠকের মতামত

সেই ৫৩ জন সশস্ত্র রোহিঙ্গার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা

কক্সবাজার-টেকনাফের নাফনদী সংলগ্ন সীমান্ত পয়েন্ট থেকে আটক মিয়ানমার রাখাইন রাজ্য দু’পক্ষের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে ...

আরাকান আর্মি বাড়াবাড়ি করছে, সরকারকে সমুচিত জবাব দিতে হবে

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির কারণে উখিয়া-টেকনাফ সীমান্তের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন ...