প্রকাশিত: ২৭/০৯/২০১৭ ৯:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৯ পিএম

‘পোড়ামন ২’ সিনেমার মহরত হওয়ার কথা ছিল ঢাকা ক্লাবে কিংবা কোনো ফাইভ স্টার হোটেলে। কিন্তু অবশেষে জাজ মাল্টি মিডিয়ার অফিস থেকে সাদামাটাভাবেই সিনেমাটির মহরত ঘোষণা করা হয়। এই মহরত থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষাণা করা হয় এই সিনেমার নায়ক সিয়ামের নাম। ছোট পরিসরে সিনেমার মহরত করার পেছনে নাকি হাত ছিল এই নবাগত নায়কের।

জাজ মাল্টি মিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘সিনেমার মহরত নিয়ে সিয়ামের সঙ্গে আলোচনা করছিলাম। সে বললো- মহরত অনুষ্ঠানে যে পরিমাণ টাকা খরচ হবে, তা দিয়ে কক্সবাজার ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা পরিবারের পাশে দাঁড়ালে কেমন হয়।’

তিনি বলেন, ‘নায়কের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে ‘পোড়ামন ২’ সিনেমার মহরত অনুষ্ঠানের সম্পূর্ণ অর্থ রোহিঙ্গা সহায়তা তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের নায়ক আসলে অনেক বড় মনের মানুষের পরিচয় দিয়েছে। এর সঙ্গে জাজের কর্মরতদের এক দিনের বেতনও দেওয়া হবে রোহিঙ্গাদের জন্য।’

এবারই প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেতা। সিয়াম বলেন, ‘জীবনের প্রথম সিনেমা, তা নিয়ে অনেক স্বপ্ন। বড় পরিসরে সিনেমার মহরত হবে। আমাদের অগ্রজ নায়ক-নায়িকার ক্ষেত্রে এমনটাই হয়েছে।’

‘কিন্তু দেশে যে অবস্থা, সেই সময়টাতে এতটা জাঁকজমকভাবে সিনেমার মহরত অনুষ্ঠান করতে চাইনি। ভাবলাম, আমাদের এই মহরতের টাকায় নিদারুণ কষ্টে থাকা রোহিঙ্গা পরিবারের পাশে যদি একটুখানি সহায়তা নিয়ে দাঁড়ানো যায়, তাহলে সেটাই হবে সার্থকতা’ যোগ করেন তিনি।

‘পোড়ামন ২’ ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন পূজা চেরী। পরিচালনা করবেন রায়হান রাফি। ছবির শুটিং হবে মেহেরপুর জেলায়। ২৮ সেপ্টেম্বর থেকে টানা ৩৪ দিন শুটিং হবে। এরপর ছবির দুটি গানের শুটিং হবে সিলেটে। শুরুর দিকে ‘পোড়ামন ২’ সিনেমায় সিয়ামের জায়গায় অভিনয় করার কথা ছিল রোশানের।

‘পোড়ামন’ ছবিটি পরিচালনা করেছিলেন জাকির হোসেন রাজু। অভিনয় করেছিলেন সাইমন ও মাহি। ওই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ১৪ জুন।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...