ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ৮:১২ এএম

বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার পথে টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ১২ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের জলসীমানায় এই ঘটনা ঘটে।

জেলেরা স্থানীয় সুলতান মাঝির মালিকানাধীন ইঞ্জিনচালিত ট্রলারে ছিলেন বলে জানা গেছে।

অপহৃত জেলেদের মধ্যে শাহপরীর দ্বীপ এলাকার ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—মোহাম্মদ আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মোহাম্মদ রাসেল (২৩), মোহাম্মদ সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫)। অন্য একজনের নাম এখনও জানা যায়নি।

শাহপরীর দ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ট্রলারটি মাছ শিকার শেষে ফেরার সময় দুটি স্পিডবোট দিয়ে ঘিরে ফেলে আরাকান আর্মির সদস্যরা। এরপর জেলেদের ধরে নিয়ে যান তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেছেন, ঘটনার খবর আমরা শুনেছি। বিজিবিসহ সংশ্লিষ্ট মহলে এ বিষয়ে অবগত করা হয়েছে।

এর আগে, গত ৫ আগস্ট নাফ নদীর নাজির পাড়া অংশ থেকে দুইজন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ ছাড়া, সর্বশেষ ১২ আগস্ট সশস্ত্র গোষ্ঠীটির হাতে ধরা পড়ে আরও পাঁচজন জেলে, যারা এখনও ফিরে আসেননি বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।

প্রতিনিয়ত এমন ঘটনার পুনরাবৃত্তিতে টেকনাফ উপকূলীয় জেলেপল্লীগুলোতে আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণে শক্তিশালী টাস্কফোর্স, অল্প সময়ে বড় সাফল্য

বাংলাদেশে মাদকের ভয়াবহ আগ্রাসন ঠেকাতে সরকার কক্সবাজারে গঠন করেছে বিশেষ টাস্কফোর্স। রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী ...