প্রকাশিত: ২৯/০৩/২০১৭ ৮:৩৪ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
“দুর্নীতি হলে শেষ,নিজে বাঁচবো,বাঁচবে দেশ“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বর্ণাট্য আয়োজনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ -২০১৭ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলার বাইশারীতে উপজেলা প্রশাসন, পরিষদ বর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সততা সংঘ এবং স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে সকাল ১০ টায় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বিশাল র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি বাইশারী বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক এন.কে রাশেদের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ সিরাজুর রহমান সজল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম সরওয়ার কামাল,বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী,বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কৃষ্ণ কুমার দাস, বাইশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বাস চন্দ্র দাস,সাবেক ইউপি চেয়ারম্যান ও বাইশারী উচ্চ বিদ্যালয় সভাপতি নুরুল হাকিম,বাইশারী সরকারী প্রা:বিদ্যা: প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইউপি সদস্যা সাবেকুন্নাহার,ইউপি সদস্য আবু তাহের,আনোয়ার সাদেক,নুরুল আজিম,আব্দুর রহিমসহ নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, তথ্য গবেষণা সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, সহ ক্রিড়া সম্পাদক মোঃ শাহীন,সদস্য মুফিজুর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে বাইশারী ইউনিয়নে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

পাঠকের মতামত

মিয়ানমারে গোলাবর্ষণের বিকট শব্দ, উখিয়া-টেকনাফ সীমান্তে রাতভর আতঙ্ক

মিয়ানমার থেকে আসা গোলাবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন উখিয়া-টেকনাফ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৭ ডিসেম্বর) ...

ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ ‘আটলান্টিক ক্রুজে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ...

অল্পের জন্য বেঁচে গেলেন সেন্টমার্টিনগামী ১৯৪ পর্যটক

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, ...

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ...