নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ১৩/০৭/২০২৩ ৭:৪৯ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি’র এক বিশেষ অভিযানে ৪১টি বার্মিজ গরু জব্ধ করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১ টার নাইক্ষ্যংছড়ি উপজেলা দোছড়ি ইউনিয়নের ডুলুঝিরি নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪১টি বার্মিজ গরু জব্দ করেন নাইক্ষ‌্যংছড়ি ১১ বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম সাংবাদিকদের জানান, বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জানুয়ারি থেকে আজ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কর্তৃক গবাদিপশু নিলামের মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে ১১ বিজিবি।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...