ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/১১/২০২২ ৮:০১ এএম
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে সোনালী (৬৫) নামে বাংলাদেশি বয়োজ্যেষ্ঠ নারী আহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত এলাকায় ৪৭ নম্বর পিলার সংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত পিলার ৪৬ ও ৪৭ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে গরু নিয়ে আসার সময় মাইন বিস্ফোরণ হলে পা ও শরীরে মারাত্মত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘সোমনার বিকেল ৩টার দিকে জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে একজন আহত হয়েছেন। বর্তমানে সে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছে।’

কয়েকমাস ধরে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাই পথে মিয়ানমারের গরু নিয়ে আসছে কয়েকটি চক্র।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...