প্রকাশিত: ৩১/০৩/২০১৭ ৬:১১ পিএম

গত ২৮ মার্চ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ টেকনাফ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন জমকালো, উৎসবমূখর ও হাজার হাজার নেতাকর্মিদের উপস্থিতিতে সম্পন্ন হয়। উক্ত সম্মেলন ও কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ টেকনাফ উপজেলা শাখার সভাপতি হিসেবে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সরওয়ার আলম, টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হককে সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হোসেন চৌধুরী বাবুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু কাউসার মোল্লা, সাধারণ সম্পাদক বাবু পংকজ দেবনাথ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ সোহেল রানা টিপু, উখিয়া-টেকনাফের জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি এমপি, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েলসহ জেলার সর্বস্তরের নেতা ও উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে জানাই ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি গত ২৮ মার্চের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানটি সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আগামিতে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের কান্ডারী দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে এবং আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দুর্গম ঘাটিতে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের আওয়ামী শক্তি ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিদের সহযোগিতা কামনা করছি।

শুভেচ্ছান্তে- আবদুল হক এনামুল হোসেন চৌধুরী বাবু
সাংগঠনিক সম্পাদক
সাধারণ সম্পাদক
সরওয়ার আলম
সভাপতি

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ টেকনাফ উপজেলা শাখা।l

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...